Select Page

পিছিয়ে গেল ‘পুত্র এখন পয়সাওয়ালা’

পিছিয়ে গেল ‘পুত্র এখন পয়সাওয়ালা’

2_15311-150x150সামনের শুক্রবার মুক্তি পাওয়ার কথা ছিল এটিএন বাংলার চলচ্চিত্র প্রযোজনা সংস্থা মাল্টিমিডিয়া ফিল্ম প্রোডাকশনের ছবি ‘পুত্র এখন পয়সাওয়ালা’। কিন্তু অনিবার্য কারণে ছবিটি শুক্রবার মুক্তি পাচ্ছে না বলে জানালেন ছবির পরিচালক নারগিস আক্তার।

ছবির মুক্তির নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলে তিনি জানান।

ড. মাহফুজুর রহমানের গল্প ভাবনা নিয়ে নির্মিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ববিতা, আলীরাজ, ইমন, শায়না আমিন, ফারাহ রুমা, ওমর আয়াজ অনি, রানা খান এবং মিশা সওদাগরসহ অনেকেই।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন