Select Page

পি এ কাজল আর নেই

পি এ কাজল আর নেই

চলচ্চিত্র পরিচালক পূর্ণেন্দু আচার্য্য কাজল ওরফে পি এ কাজল মারা গেছেন। রাজধানীর শিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  বুধবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে তিনি মারা যান।  তিনি দীর্ঘদিন ধরে লিভারের জটিল রোগে ভুগছিলেন।

গত ৩ মে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শিকদার মেডিকেলে ড. মফিজুর রহমানের তত্ত্বাবধানে ভর্তি করা হয়।

চলচ্চিত্র পরিচালক পি এ কাজল চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন চাষী নজরুল ইসলামের সহকারী হিসেবে। ১৯৯৮ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র ‘সাব্বাশ বাঙালি’ পরিচালনা করলেও চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ায় স্বীকৃতি পেয়েছেন তারও আগে।

১৯৯১ সালে ‘গোধূলী’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। কাজল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রি অর্জন করেন।

তার নির্মিত উল্লেখযোগ্য ছবি এক টাকার বউ, আমার প্রাণের স্বামী, স্বামী-স্ত্রীর ওয়াদা, পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ, মুক্তি ও ভালোবাসা আজকাল। গত বছর তার পরিচালিত “চোখের দেখা” ছবিটি মুক্তি পেয়েছিল।


মন্তব্য করুন