Select Page

পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২

পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২

fab354be84613b7ba08ce06f24e4c816পরিচালক সাফি উদ্দীন সাফি তৈরি করতে যাচ্ছেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী‘ চলচ্চিত্রের সিক্যুয়েল। আগেরটির মতো নতুন সিক্যুয়েলে অভিনয় করছেন শাকিব খানজয়া। জানা গেছে, এই ছবির কারণে পিছিয়ে গেছে একই পরিচালকের আরেকটি ছবির শুটিং।

একটি সংবাদমাধ্যম জানায়, কথা ছিল ১০ মে থেকে শাফি উদ্দীন ‘প্রেম করে আমি মরব’ ছবির শুটিং শুরু করবেন। এতে শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো চুক্তিবদ্ধ হয়েছিলেন তিশা। কিন্তু অজ্ঞাত কারণে ওই ছবির কাজ বন্ধ হয়ে গেছে। এখন ওই ছবিতে শাকিবের শিডিউল অনুযায়ী ১০ মে থেকে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’-এর শুটিং শুরু হবে বলে জানান পরিচালক।

বলা হচ্ছে, গত ১৪ ফেব্রুয়ারি পরিচালক নায়িকা জয়া আহসানের সঙ্গে বৈঠক করেন। টানা তিন ঘণ্টার বৈঠকে পরিচালক সিদ্ধান্ত নেন ‘প্রেম করে আমি মরব’ নয়, আগে নির্মাণ করবেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’। তৎক্ষণাৎ জয়াকে চুক্তিবদ্ধও করেন তিনি।

তবে এ ছবিতে আরেফিন শুভ থাকছেন না।


মন্তব্য করুন