Select Page

পূর্ণিমার ‘প্রশ্নবোধক’ কামব্যাক

পূর্ণিমার ‘প্রশ্নবোধক’ কামব্যাক

অনেকদিন বড়পর্দায় নেই পূর্ণিমা। তার কামব্যাক নিয়ে দর্শক আগ্রহের শেষ নেই। টিভি নাটকে বিশেষ উপলক্ষ্যে দেখা গেলেও নতুন সিনেমার কোনো খবরই এখনো হালে পানি পায়নি। তেমনই হলো নতুন একটি সিনেমার খবরে। দুটি পত্রিকা পরস্পরবিরোধী দেয় শুক্রবার।

শোনা যাচ্ছে বেশ চমক নিয়ে খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের প্রযোজনায় বড়পর্দায় ফিরছেন পূর্ণিমা। যুগান্তর জানায়, বছরের প্রথম দিন থেকেই একসঙ্গে দুটি ছবির শুটিং শুরু করেছেন ডিপজল— তার একটিতে থাকবেন জনপ্রিয় এ অভিনেত্রী।

ছবি দুটি হলো ‘এক কোটি টাকা’ ও ‘মেঘলা’। প্রথম ছবিটি পরিচালনা করছেন ছটকু আহমেদ। এ ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন ডিপজল। সঙ্গে রয়েছেন বাপ্পী ও অমৃতা খান। এ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা পূর্ণিমা। বিষয়টি মোটামুটি চূড়ান্ত। এ মুহূর্তে মায়ের চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন পূর্ণিমা। সেখান থেকে ফিরলেই ছবিতে চুক্তি এবং শুটিং শুরু করবেন তিনি।

তবে উল্টো জানিয়েছে মানবজমিন। পত্রিকাটিকে পূর্ণিমা বলেন, ‘ডিপজল ভাই নতুন একটি ছবির ব্যাপারে কথা বলার জন্য গতমাসে আমাকে ফোন করেছিলেন। তবে আমি বলে দিয়েছি যে, আপাতত নতুন ছবিতে কাজ করতে পারব না।’

সম্প্রতি শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পূর্ণিমা। এ প্রসঙ্গে বলেন, ‘পর্দা থেকে আবারো একটু দূরে রয়েছি। শুধু তাই না, আপাতত তিন-চার মাসের মধ্যে আমি কোনো কাজই করব না বলে সিদ্ধান্ত নিয়েছি। আমার কাজে ফিরতে একটু সময় লাগবে। এই সময়টা পরিবার নিয়েই ব্যস্ত থাকতে চাই। আমার মেয়ে আরশিয়ার বয়স প্রায় দুই বছর হতে চলল। ওকে নিয়েই এখন আমার সময় কাটে। এছাড়া সামনে শিল্পী সমিতির নির্বাচন। মিশা সওদাগর ও জায়েদ খানের প্যানেল থেকে কার্যকারী সদস্য পদে আমি এ বছর নির্বাচন করব। আশা করি, শিল্পীরা আমার পাশে থাকবেন। শিল্পীদের জন্য আমাদের অনেক কিছুই করার আছে। আমিও শিল্পীদের পাশে দাঁড়াতে চাই। শিল্পী সমিতির হয়ে তাদের জন্য কিছু করতে চাই।’

এদিকে ইমপ্রেস টেলিফিল্মের একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে ফেরার কথা থাকলেও সেই ছবিটির কাজ শুরু হয়নি। মুক্তির অপেক্ষায় পূর্ণিমার কয়েকবছরের পুরনো ছবি ‘টু বি কন্ট্রিনিউড’।


মন্তব্য করুন