Select Page

‘পেন্সিলে আঁকা পরী’র ১৮ লাখ টাকা জরিমানাসহ ফেরত দিলেন অমিতাভ

‘পেন্সিলে আঁকা পরী’র ১৮ লাখ টাকা জরিমানাসহ ফেরত দিলেন অমিতাভ

অনেকে আশা করেছিলেন হুমায়ূন আহমেদের পরিবারের সঙ্গে অমিতাভ রেজা কোনো একটি সমাধানে পৌঁছাতে পারবেন। না, হচ্ছে না ‘পেন্সিলে আঁকা পরী’।

হুমায়ূনের একই নামের উপন্যাস অবলম্বনে ছবি বানানোর কথা ছিলো অমিতাভের। সে ছবির জন্য ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানে হিসেবে ৬০ লাখ টাকা পাওয়ার কথা ছিলো তার। এর মধ্যে প্রথম কিস্তিতে তিনি ১৮ লাখ টাকা পান অমিতাভ। সে টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। সম্প্রতি তিনি জরিমানাসহ অনুদানের টাকা ফেরত দিয়েছেন।

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) মো. সাইফুল ইসলাম ও অমিতাভ রেজার বরাতে খবরটি নিশ্চিত করে সারাবাংলা ডটনেট।

মো. সাইফুল ইসলাম, ‘আমরা ওনার টাকাটা ফেরত পেয়েছি। যেহেতু উনি ছবিটি বানাচ্ছেন না তাই কিছু টাকা জরিমানাসহ সে টাকা ফেরত দিয়েছেন। আমরা ওনার সরকারী চালানের কপি বুঝে পেয়েছি।’

আমিতাভ জানান, তিনি গত ২০ অক্টোবর সোনালী ব্যাংকে সরকারী চালানের মাধ্যমে ১৮ লাখ টাকা ১৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন। অর্থাৎ জরিমানা হিসেবে ১৮ হাজার টাকা দিয়েছেন।

গত ১৪ সেপ্টেম্বর অমিতাভ রেজা জানান, তিনি ‘পেন্সিলে আঁকা পরী’ ছবিটি বানাচ্ছেন না। কারণ হিসেবে তিনি জানান, হুমায়ূন আহমেদের স্ত্রী ও সন্তানদের সমন্বয়ে গঠিত ট্রাস্টি বোর্ড এই চলচ্চিত্রের গল্পের জন্য বড় অঙ্কের অর্থ এবং সেই সঙ্গে চলচ্চিত্র মুক্তির পর এর আয়ে অংশিদারিত্ব চাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।

এ নিয়ে নানান তর্ক-বিতর্ক উঠে। অনেকে আশা করেছিলেন, দু’পক্ষের মধ্যে সমঝোতা হবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।


মন্তব্য করুন