Select Page

ইমপ্রেস ও প্রাণ গ্রুপ আনছে দুই ওটিটি প্ল্যাটফর্ম

ইমপ্রেস ও প্রাণ গ্রুপ আনছে দুই ওটিটি প্ল্যাটফর্ম

বিদেশি বড় বড় ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে স্বল্প পুঁজি নিয়ে চমক ছড়ানোর চেষ্টা করছে দেশি কয়েকটি প্রতিষ্ঠান। এর মধ্যে সম্প্রতি বড় পরিসরে এসেছে প্রথম আলোর অঙ্গ প্রতিষ্ঠান চরকি। যারা প্রতি সপ্তাহে নিজের লাইব্রেরিতে যোগ করছে নতুন নতুন শো। সেই প্রতিযোগিতা আরও কঠিন করতে আসছে নতুন দুই প্ল্যাটফর্ম।

ইত্তেফাক এক প্রতিবেদনে জানায়, বড় লগ্নি নিয়ে এগোচ্ছে বাংলাদেশের দুই খাতের দুটি শীর্ষস্থানীয় গ্রুপ। আগে থেকেই একাধিক মিডিয়া আউটলেট নিয়ে জমিয়ে বসা ইমপ্রেস টেলিফিল্ম আনছে নিজস্ব প্ল্যাটফর্ম। অন্যদিকে দেশের অন্যতম শিল্প গ্রুপ প্রাণও এগিয়ে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রায় হাজার কোটি টাকা বাজেটে ইমপ্রেস টেলিফিল্ম তাদের নিজস্ব ওটিটি প্লাটফর্ম চালু করছে। এরই ভেতরে তারা দেশীয় নাটক সিনেমাসহ তুরস্ক, কোরিয়া, হংকংয়ের একাধিক সিরিজের কপিরাইট কিনেছে বলে জানা যায়। যা আন্তর্জাতিক বাজার ধরতেই তারা সমৃদ্ধ হয়েই দর্শকদের কাছে অবমুক্ত হবে খুব শিগগিরই। খুব শিগগিরই তারা আনুষ্ঠানিক ঘোষণায় আসবে।

এ বিষয়ে ইমপ্রেসের অন্যতম প্রতিষ্ঠান চ্যানেল আইয়ের কর্ণধার ফরিদুর রেজা সাগর বলেন, ‘দর্শকদের কথা মাথায় রেখে সবসময়ই আমরা সময়কে ধারণ করার চেষ্টা করেছি। বাংলাদেশে টিভি মিডিয়ায় অনেককিছুই প্রথম শুরু করেছি আমরা। ওটিটি প্লাটফর্মের ক্ষেত্রেও আমরা একটি ভিন্নধারার প্লাটফর্ম তৈরি করছি। যা খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সবাই জানতে পারবে।’

তবে চ্যানেল আইয়ের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে এটির একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে চিত্রনায়ক রিয়াজ রয়েছেন বলে জানা যায়।

এদিকে ‘ঝাক্কাস’ নামের একটি বড় বাজেটের ওটিটি প্লাটফর্ম নিয়ে আসছে প্রাণগ্রুপ। প্রায় অর্ধশতাধিক সিরিজ নির্মাণ, চলচ্চিত্র কমিশন থেকে শুরু করে বিদেশি জনপ্রিয় সিরিজ কিনছে তারা।

ঝাক্কাস টিভির একজন কর্মকর্তা জানান, ‘আমাদের দেশীয় প্লাটফর্ম থেকেই দর্শকেরা সব রকম বিনোদন পাবে। গত ৪ বছরে বিদেশি ওটিটি প্লাটফর্ম বাংলাদেশি দর্শকদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে। আমরা সেগুলো বন্ধের দাবি জানাচ্ছি না। কিন্তু একচেটিয়া ব্যবসা বন্ধেই দেশীয় একাধিক ওটিটি প্লাটফর্ম এখন সময়ের দাবি।’

এদিকে দেশীয় ওটিটি প্লাটফর্ম হিসেবে দীর্ঘদিন ধরেই কাজ করছে বঙ্গ। সম্প্রতি এই প্রতিষ্ঠান জনপ্রিয় চলচ্চিত্রের হিন্দি ভার্সন মুক্তি দিচ্ছে। দেশীয় কন্টেন্টের আন্তর্জাতিক দর্শক তৈরির জন্য ইংরেজিসহ একাধিক ভাষায় ডাবিং করে কন্টেন্ট নির্মাণের কাজ করছে অনেকেই।


মন্তব্য করুন