Select Page

পোড়ামন নিয়ে হতাশ মিলন

পোড়ামন নিয়ে হতাশ মিলন

2013-06-09-06-35-29-51b42231dfabb-poramon-bilboard-1

পোড়ামন‘ ছবির মুক্তির আগে হতাশা ব্যক্ত করেছেন আনিসুর রহমান মিলন। দেহরক্ষী মুক্তির আগে বেশ উচ্ছ্বসিত ছিলেন, কিন্তু এ ছবি সম্পর্কে তেমন কিছু বলছেন না। আগামী ১৪ জুন ছবিটি মুক্তি পাবে।

ছবির অন্যতম কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করলেও শ্যুটিং থেকে শুরু করে মুক্তির আগমুহুর্ত পর্যন্ত সব ধরনের কাজে একপ্রকার উপেক্ষিত থাকায় তার অভিনয় জীবনের সবচে বেশী হতাশ বলে জানিয়েছেন তিনি।

পোড়ামন চলচ্চিত্রে মিলনের চরিত্র একজন পুলিশ কর্মকর্তার। ছবির তিন প্রধান  চরিত্রের একজন হলেও পোস্টার থেকে শুরু করে সব ধরনের প্রচারনায় ‘গুরুত্বহীন’ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন মিলন। দেহরক্ষী মুক্তিপর পর আরও চারজন নতুন নির্মাতার সাথে কাজ করার কথা জানিয়েছেন মিলন। এ চারজন হলেন মুশফিকুর রহমান গুলজার, চন্দন চৌধুরী, ইফতেখার চৌধুরী এবং শাহীন কবির টুটুল।

সুত্র: প্রথম আলো


মন্তব্য করুন