Select Page

পোশাক ও ধূমপানের দৃশ্যের জন্য ‘স্বপ্নবাজী’ ছাড়লেন ঐশী

পোশাক ও ধূমপানের দৃশ্যের জন্য ‘স্বপ্নবাজী’ ছাড়লেন ঐশী

‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশগ্রহণের পর দ্রুত চলচ্চিত্রে জড়ান জান্নাতুল ফেরদৌস ঐশী। আলোচিত ‘ঢাকা এক্সট্রিম’-এর নায়িকা তিনি, করছেন ‘আদম’ নামের সিনেমা।

এর মাঝে ফ্যাশন ইন্ডাস্ট্রি কেন্দ্রিক ‘স্বপ্নবাজী’ সিনেমায় নাম লেখান। রায়হান রাফীর পরিচালনায় ঐশী সঙ্গে পেয়ে ছিলেন জান্নাতুল পিয়া ও মাহিয়া মাহিকে। আছেন সিয়াম আহমেদও। কিন্তু ছবি থেকে সরে দাঁড়ালেন ঐশী।

এই বিষয়ে নবাগত নায়িকা জানান, ‘স্বপ্নবাজী’তে অভিনয়ের সবকিছু চূড়ান্ত ছিল। কয়েকটি ফটোশুটেও অংশ নিয়েছেন। কিন্তু গল্প ও আউটলুকজনিত অস্বস্তির কারণে তিনি সরে এসেছেন।

ঐশী প্রথম আলোকে জানান, গল্পের প্রয়োজনে পোশাক ও ধূমপানের দৃশ্যে অভিনয় করতে হবে। কিন্তু তিনি এই বিষয়ে এখনই প্রস্তুত নন। কিন্তু গল্পও পরিবর্তন করা সম্ভব নয়। তাই সমঝোতার ভিত্তিতে সরে এসেছেন।

‘ঐশী ভালো মেয়ে’ উল্লেখ করে রাফীও জানান, গল্প পরিবর্তন করা সম্ভব নয়। তাই ঐশী ছবিটি ছেড়ে দিয়েছেন।

মাস দুয়েকের মধ্যে ‘স্বপ্নবাজী’ শুটিং ফ্লোরে যাওয়ার কথা। বছরের শুরুতে ছবিটির ঘোষণার পর থেকেই আলোচনায় রয়েছে।

তবে ছবিতে ঐশীর স্থলাভিষিক্ত কে হচ্ছেন জানা যায়নি।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

স্পটলাইট

Saltamami 2018 20 upcomming films of 2019
Coming Soon
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?

[wordpress_social_login]

Shares