Select Page

‘পোড়ামন’ সিক্যুয়ালে অস্বাভাবিক চরিত্রে বাপ্পারাজ

‘পোড়ামন’ সিক্যুয়ালে অস্বাভাবিক চরিত্রে বাপ্পারাজ

রায়হান রাফির ‘পোড়ামন ২’ সিনেমায়  সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বাপ্পারাজ। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে বুধবার এ নায়কের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি প্রক্রিয়া সম্পন্ন হয়।

বাপ্পারাজ প্রথম আলো জানালেন, ‘পোড়ামন ২’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে ৯ অক্টোবর থেকে মেহেরপুর থাকতে হবে তাঁকে। ২৭ অক্টোবর তিনি ঢাকায় ফিরবেন।

তিনি বলেন, ‘আমাকে যখন গল্পটি শোনানো হয়, তখন চরিত্রটির প্রেমে পড়ে যাই। যে ধরনের চরিত্রের কথা আমাকে বলা হয়েছে, তা নিয়ে পর্দায় হাজির হওয়ার লোভ আমার বহুদিনের। তাই আর কিছু ভাবিনি।’

কী সেই চরিত্র? ‘অনেক দিনের ইচ্ছা ছিল, একজন অস্বাভাবিক ব্যক্তির চরিত্রে অভিনয় করব। কিন্তু কেউ আমাকে তেমন চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেননি। আমি মন দিয়ে কাজটা করতে চাই।’ বললেন বাপ্পারাজ।

মানবজমিনকে বলেন, “সর্বশেষ সাফিউদ্দিন সাফি ভাইয়ের ‘মিসডকল’ ছবিতে অভিনয় করেছি। এরপর আবারো এ ছবিতে আমাকে ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। প্রতিবন্ধী একটি ছেলের চরিত্রে ‘পোড়ামন ২’ ছবিতে আমাকে দেখতে পাবেন দর্শক।”

‘পোড়ামন’ সিনেমাটি ২০১৩ সালে মুক্তি পায়। ওই সিনেমায় অভিনয় করেছিলেন আনিসুর রহমান মিলন, সাইমন আর মাহি। পরিচালনা করেন জাকির হোসেন রাজু। এবার ওই সিনেমার সিক্যুয়েল তৈরি হচ্ছে। তবে প্রথমটির কোনো অভিনয়শিল্পী থাকছেন না এবার।

‘পোড়ামন ২’ সিনেমায় বাপ্পারাজ ছাড়া গুরুত্বপূর্ণ আরও দুটি চরিত্রে অভিনয় করছেন সিয়াম ও পূজা চেরি। সিনেমাটি মুক্তি পাবে সামনের ভালোবাসা দিবসে।

১৯৮৬ সালে ‘চাপাডাঙ্গার বউ’ ছবির মাধ্যমে চিত্রপুরীতে পা রাখেন চিত্রনায়ক বাপ্পারাজ। এ ছবিতে তার অনবদ্য অভিনয় দর্শকের মন কেড়ে নেয়। এরপর ‘ঢাকা ৮৬’, ‘চাকরানী’, ‘প্রেমের সমাধি’, ‘প্রেমগীত’, ‘পাগলীর প্রেম’, ‘দুর্দান্ত প্রেমিক’, ‘ভুলনা আমায়’, ‘প্রেমের নাম বেদনা’, ‘বাবা কেন চাকর’, ‘সন্তান যখন শত্রু’, ‘আমার অন্তরে তুমি’সহ অসংখ্য জনপ্রিয় ছবিতে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেছেন।


মন্তব্য করুন