Select Page

প্রকাশ হলো ‘ফেসবুক’ (ভিডিও)

প্রকাশ হলো ‘ফেসবুক’ (ভিডিও)

10356755_319738961567214_3509803761574516095_n

সাফিউদ্দিন সাফি পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘ওয়ার্নিং’ এর ‌‘ফেসবুক’ শিরোনামের গান প্রকাশ হলো। আগেই ঘোষণা দিয়ে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়।

১৭ ডিসেম্বর আপ করা গানটিতে আরেফিন শুভমাহিয়া মাহি অভিনয় করেছেন। চমৎকার বিটের এ গানটির সঙ্গে তাদের বিভিন্ন লোকেশনে নাচতে দেখা গেছে। সব মিলিয়ে গানটি দর্শকদের ভালো লাগবে। কবির বকুলের কথায় এবং শওকত আলী ইমনের সুর ও সঙ্গীতে গানটি গেয়েছেন কনা ও রুপম।

এর আগে একই চলচ্চিত্রে জেমসের গাওয়া এতো ‘এতো কষ্ট’ গানটির অডিও ট্র্যাক ইউটিউবে রিলিজ হয়। গানটিও বেশ প্রশংসিত হয়।

ম্যাপল ফিল্মস প্রযোজিত ছবিটি মুক্তি পাবে ২০১৫ সালের ৯ জানুয়ারি। ছবিটির মিউজিক লেবেল টাইগার মিডিয়া।


মন্তব্য করুন