Select Page

প্রকাশ হলো ববিতা ও এটিএম শামসুজ্জামানের আত্মজীবনী

প্রকাশ হলো ববিতা ও এটিএম শামসুজ্জামানের আত্মজীবনী

প্রকাশনা সংস্থা ছাপাখানার ভূত’-এর তিন বছর পূর্তি হলো ২৭ মার্চ। এই দিনে প্রকাশনা সংস্থাটি প্রকাশ করল বাংলাদেশের কিংবদন্তি দুই চলচ্চিত্র অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতা ও এ টি এম শামসুজ্জামানের জীবনীমূলক দুটি বই। ববিতাকে নিয়ে লেখা গ্রন্থের নাম ‘বিস্ময়ে ববিতা’ ও এ টি এম শামসুজ্জামানের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম ‘আমি আমি’। দুটিই লিখেছেন সাজ্জাদ হুসাইন।

‘বিস্ময়ে ববিতা’ বইটিতে রয়েছে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ বিভিন্ন অধ্যায়ের সবিস্তার বর্ণনা। ‘সত্যজিৎ রায় ও অশনি সংকেত’, জহির রায়হান, আমজাদ হোসেন, সুভাষ দত্তসহ নন্দিত বিভিন্ন পরিচালকের সঙ্গে তাঁর চলচ্চিত্র পরিভ্রমণের গল্পের পাশাপাশি রয়েছে তাঁর প্রেম-সংসার-সন্তানসহ ব্যক্তিগত জীবনের নানা নাটকীয় ঘটনা। বইমেলায় ২৫ শতাংশ ছাড়ে বইটি পাওয়া যাচ্ছে ৩৫০ টাকায়।

সদ্যঃপ্রয়াত এ টি এম শামসুজ্জামানের আত্মজীবনী ‘আমি আমি’ প্রকাশ পেয়েছে বড় কলেবরে। তাই দামও একটু বেশি, ২৫ শতাংশ ছাড়ে ৬০০ টাকা। যে স্বপ্ন নিয়ে এ টি এম শামসুজ্জামান অভিনেতা হতে চেয়েছিলেন, তা পূরণ হয়নি। আক্ষেপ নিয়ে জীবদ্দশায় সেসব কথাই বলে গেছেন। চলচ্চিত্রে আসার আগে সাহিত্যে নাম করেছিলেন তিনি। তখনকার জাতীয় দৈনিকে নিয়মিতই লিখেছেন। আহমদ ছফা, সৈয়দ শামসুল হকের মতো প্রথিতযশা সাহিত্যিকরা ছিলেন তাঁর নিত্যদিনের আড্ডার সঙ্গী। ‘আমি আমি’তে রয়েছে শিল্পীর জীবনে ঘটে যাওয়া অদ্ভুত সব ঘটনার বর্ণনা, আছে ষাটের দশকে তাঁর লেখা প্রকাশিত-অপ্রকাশিত বেশ কিছু কবিতা।

সাজ্জাদ হুসাইন বলেন, ‘আমাদের প্রকাশনা সংস্থাটির যাত্রার শুরুতেই এই দুই কিংবদন্তিকে নিয়ে লেখা বই প্রকাশের কথা ছিল। সেভাবেই এগোচ্ছিলাম। কিন্তু অঞ্জন দত্তকে নিয়ে বইটি করার পর কিভাবে যেন পশ্চিম বাংলার বেশ কয়েকজন নন্দিতজনকে নিয়ে পর পর লিখে ফেলি। অবশেষে ববিতা ও এ টি এম শামসুজ্জামানের দুর্লভ কথামালা মলাটবন্দি করতে পেরেছি। বই দুটি পড়লে কিংবদন্তি শিল্পীদ্বয়কে নতুনভাবে আবিষ্কার করবেন পাঠক।’

গায়ক-সুরকার, অভিনেতা-পরিচালক অঞ্জন দত্তর আত্মজীবনী ‘অঞ্জনযাত্রা’ দিয়ে যাত্রা শুরু করে ‘ছাপাখানার ভূত’। বিগত তিন বছরে এই প্রকাশনা থেকে প্রকাশ পেয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন শিল্পীকে নিয়ে লেখা বই। এর মধ্যে উল্লেখযোগ্য কবীর সুমন, মাধবী মুখোপাধ্যায়, অঞ্জন দত্ত ও আলোকচিত্রী নিমাই ঘোষ।


মন্তব্য করুন