Select Page

প্রথমবার অনন্ত জলিলের জন্য প্রযোজনা করছে কেউ

প্রথমবার অনন্ত জলিলের জন্য প্রযোজনা করছে কেউ

এর আগে অনন্ত জলিল যতগুলো ছবিতে অভিনয় করেছিলেন সবগুলোর প্রযোজক ছিলেন তিনি নিজেই। পরিচালনাও করেছেন কয়েকটি। এই প্রথমবার তার জন্য পুরোপুরি প্রযোজনা করছে কেউ।

মো. ইকবাল প্রযোজিত ও পরিচালিত সিনেমাটির নাম ‘কিল হিম’। বিপরীতে থাকছেন বর্ষা। আছেন মিশা সওদাগরও।

এ নায়কের সর্বশেষ রিলিজ নিয়ে কম জল ঘোলা হয়নি। ১০০ কোটি টাকা বাজেট দাবি করে হাসির খোরাক হন তিনি।

সর্বশেষ ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের চুক্তি ভঙ্গের অভিযোগে অনন্ত পুরোপুরি ভেঙে পড়েন। দেশের দর্শকরা তাকে অবিশ্বাস ও ট্রল করায় জানিয়েছিলেন, এখন থেকে কাউকে সাহায্য করবেন না। এমনকি নিজের প্রযোজনায় অভিনয়ও করবেন না।

অবিশ্বাস্য হলেও এই ঘোষণার দিন দু-একের মধ্যে দৃশ্যপটে হাজির মো. ইকবাল। জানালেন অনন্ত জলিলের জন্য প্রযোজনা করবেন তিনি। শনিবার হয়ে গেল এই ছবির পোস্টার উন্মোচন।

এফডিসিতে অনুষ্ঠিত ছবির মহরতে জানা গেল, অনন্ত জলিল ‘কিল হিম’ ছবির নায়ক হিসেবে পাবেন ৪০ লাখ টাকা। তার হাতে আনুষ্ঠানিকভাবে পারিশ্রমিকের অর্ধেক চেক তুলে দেন প্রযোজক ও পরিচালক ইকবাল। নায়িকা বর্ষা পাবেন ১০ লাখ।

ছবিতে আরো অভিনয় করবেন রুবেল ও ভারতের রাহুল দেব।

বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ায় ছবিটির দৃশ্যধারণ হবে, যার শুরু অক্টোবরে। ২০২৩ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘কিল হিম’।


মন্তব্য করুন