Select Page

প্রথমবার ফিরিয়ে দিয়েছিলেন, এবার সর্বোচ্চ অনুদান অমিতাভের

প্রথমবার ফিরিয়ে দিয়েছিলেন, এবার সর্বোচ্চ অনুদান অমিতাভের


দ্বিতীয়বারের মতো চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পাচ্ছেন ‘আয়নাবাজি’-খ্যাত অমিতাভ রেজা চৌধুরী।  এর আগেরবার অনুূদান পেয়েও হুমায়ুন আহমেদের পরিবারের অসহযোগিতার জন্য ফিরিয়ে দেন।

বুধবার এক প্রজ্ঞাপন সূত্রে জানা যায়,  ‘১৯৬৯’ চলচ্চিত্রের জন্য ২০২১-২২ অর্থবছরে অনুদান পাচ্ছেন প্রযোজক মাহজাবিন রেজা চৌধুরী ও পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। এ ছবিটি পাচ্ছে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা।

শোনা যাচ্ছে,  ১৯৬৯ সালের পূর্ব বাংলার গণআন্দোলন এ ছবির পটভূমি।

এর আগে ২০২০-২১ অর্থবছরে ‘পেন্সিলে আঁকা পরী’র জন্য অনুদান পান অমিতাভ।

হুমায়ূনের একই নামের উপন্যাস অবলম্বনে ছবি বানানোর কথা ছিলো অমিতাভের। সে ছবির জন্য ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানে হিসেবে ৬০ লাখ টাকা পাওয়ার কথা ছিলো তার।  প্রথম কিস্তিতে তিনি ১৮ লাখ টাকা পান অমিতাভ।  পরে সে টাকা জরিমানাসহ ফেরত দেন।

গত বছরের ১৪ সেপ্টেম্বর অমিতাভ রেজা জানান, তিনি ‘পেন্সিলে আঁকা পরী’ ছবিটি বানাচ্ছেন না। কারণ হিসেবে তিনি জানান, হুমায়ূন আহমেদের স্ত্রী ও সন্তানদের সমন্বয়ে গঠিত ট্রাস্টি বোর্ড এই চলচ্চিত্রের গল্পের জন্য বড় অঙ্কের অর্থ এবং সেই সঙ্গে চলচ্চিত্র মুক্তির পর এর আয়ে অংশিদারিত্ব চাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।

এ নিয়ে নানান তর্ক-বিতর্ক উঠে। অনেকে আশা করেছিলেন, দু’পক্ষের মধ্যে সমঝোতা হবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

©


মন্তব্য করুন