Select Page

প্রথমবার সিনেমায় কনা

প্রথমবার সিনেমায় কনা

????????????????????????????????????

জনপ্রিয় কন্ঠশিল্পী কনাকে দেখা যাবে ‘ইউটার্ন’ চলচ্চিত্রে। এই প্রথম কোন চলচ্চিত্রে পারর্ফম করলেন কনা। ‘হাওয়াতে হাওয়াতে উড়ছে ঘুড়ি’ গানে দেখা যাবে তাকে।

চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়েছে টাঙ্গাইলের বিভিন মনোরম লোকেশনে। কনার পারর্ফম সর্ম্পকে পরিচালক বলেন, গল্পের প্রয়োজনে একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে কনাকে প্রয়োজন ছিল। এবং কনা এখানে অনেক ভাল পারর্ফম করেছেন।

একই প্রসঙ্গে কনা বলেন, এটি আমার প্রথম কোন চলচ্চিত্রে পারর্ফম করলাম। আমি অনেক এনজয় করেছি, গল্পের প্রয়োজনেই আমাকে করতে হয়েছে। আশা করি গানটি সবার ভাল লাগবে।

????????????????????????????????????

২০১৪ সালে অক্টোবরে শুরু হয় ‌‘ইউটার্ন’ এর শুটিং। চলতি বছরের ১৭ মে সেন্সর পায় ইউর্টান। মুক্তি পাবে ২৯ মে।

ভার্সেটাইল মিডিয়ার প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘ইউটার্ন’। আলভী আহমেদের চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিপন, সোনিয়া হোসেন, আইরিন, আরশাদ আদনান, ইরফান সাজ্জাদ, মৌটুসী বিশ্বাস, রুমা, প্রসূন আজাদ, শহীদুজ্জামান সেলিম ও মিশা সওদাগর।


মন্তব্য করুন