Select Page

প্রথম সিনেমার নায়িকার সঙ্গে সুদূর সিডনিতে ফারুকীর আড্ডা

প্রথম সিনেমার নায়িকার সঙ্গে সুদূর সিডনিতে ফারুকীর আড্ডা

মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম সিনেমা ‘ব্যাচেলর’ নিয়মিত দর্শকদের কাছে পৌঁছানোর অন্যতম ইউএসপি ছিলেন শাবনূর। তবে ছবিতে নায়িকার কণ্ঠস্বর না পেয়ে হতাশ হয়েছিলেন ভক্ত-দর্শকরা।

এরপর শাবনূর ও ফারুকী একসঙ্গে আর কাজ করেননি, তাদের একসঙ্গে কোথাও দেখাও যায়নি। দেড় যুগ পর তাদের আড্ডা দিতে দেখা সবার জন্যই আনন্দের ঘটনা। অন্তত সোশ্যাল মিডিয়া তাই বলছে।

মাস খানেক আগে একমাত্র কন্যা ইলহামকে নিয়ে অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছেন ঢাকার তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। আর দেশটি স্থায়ীভাবে বসবাস করছেন ঢালিউডের একসময়ের শীর্ষ নায়িকা শাবনূর। সেখানেই তিনজনের দেখা।

শাবনূর নিজের সোশাল হ্যান্ডেলে তিনি বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা গেলো, একটি রেস্তোরাঁয় বসে আড্ডা দিচ্ছিলেন তারা। ক্যাপশনে শাবনূর শুধু ‘আড্ডা’ লিখলেও ভক্ত-অনুরাগীরা হাজার হাজার লাইক ও শত শত মন্তব্যে ভরিয়ে দিয়েছেন।

এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে ফারুকী বললেন, ‘এটা একটা বন্ধুত্বপূর্ণ আড্ডা। আমরা সিডনিতে একটি পারিবারিক সফরে ছিলাম। আর তিনি (শাবনূর) আগে থেকেই এখানে ছিলেন। সেই সুবাদে আমরা একসঙ্গে ডিনার করেছি। এটাই।’

এর আগে চলতি বছরের মে মাসে ফোক সম্রাজ্ঞী মমতাজ গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। তার সঙ্গেও দেখা হয় শাবনূরের। পুরো একটা দিন মমতাজের সঙ্গে ঘুরেছিলেন তিনি। এমনকি নিজে গাড়ি চালিয়ে গায়িকাকে বিমানবন্দর অব্দি পৌঁছে দিয়েছিলেন। সেই ঘটনাও বেশ আলোড়ন তোলে।


মন্তব্য করুন