Select Page

প্রযোজনায় পরী মনি, পরিচালক মালেক আফসারী

প্রযোজনায় পরী মনি, পরিচালক মালেক আফসারী

‘মহুয়া সুন্দরী’ সিনেমায় পরী মনির লগ্নির কথা শোনা গিয়েছিল বছর দুয়েক আগে। এবার পুরোদস্তুর প্রযোজক বনে যাচ্ছেন। ছবিটি পরিচালনা করবেন মালেক আফসারী। আর কাজ শুরু হবে আগামী বছরের শুরুতেই। এমনটা জানাচ্ছে এনটিভি অনলাইন।

পরী মনি বলেন, ‘আমি ছবি প্রযোজনা করব। ছবিটি পরিচালনা করবেন মালেক আফসারী স্যার। ছবির গল্প নিয়ে কাজ করছি, তবে ছবির নাম এখনো ঠিক হয়নি। পাত্রপাত্রী আমি ছাড়া কে থাকবেন, এই বিষয়গুলো এখনো চূড়ান্ত নয়। তবে আগামী ১ জানুয়ারি থেকে কাজ শুরু করব।’

হঠাৎ করে প্রযোজনায় কেন? উত্তরে নায়িকা বলেন, ‘আমি আসলে ভালো কাজের সঙ্গে যুক্ত হতে চাই। এমন কাজ করতে চাই, যা দর্শক পছন্দ করবেন।’

এদিকে মালেক আফসারী জানালেন, নতুন বছরে দুটি সিনেমা শুরু করবেন। একটি পরী মনি, অন্যটি প্রযোজনা করবেন জায়েদ খান। অবশ্য আগেই ‘এক কয়েদীর ডায়েরী’ সিনেমার ঘোষণা দিয়েছেন আফসারী ও জায়েদ।


মন্তব্য করুন