Select Page

প্রসেনজিতের বিপরীতে ফিরছেন পূর্ণিমা

প্রসেনজিতের বিপরীতে ফিরছেন পূর্ণিমা

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল পূর্ণিমা চলচ্চিত্রে ফিরবেন। অবশেষে নতুন চলচ্চিত্রের খবর জানালেন তিনি। আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’র মাধ্যমে পর্দায় ফিরছেন।

পূর্ণিমা মানবজমিনকে বলেন, ‘আমি নতুন এ ছবিতে দুদিন আগে চুক্তিবদ্ধ হয়েছি।  আমার বিপরীতে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ। তার অভিনয় আমারও খুব প্রিয়। এবারই প্রথম একসঙ্গে বড় পর্দায় কাজ করতে যাচ্ছি। ভীষণ ভালো লাগছে। এ ছবির গল্পটিও খুব সুন্দর। কিছুদিন পর এ ছবির কাজ শুরু হবে।’

এদিকে, এ ছবিতে আরো অভিনয় করবেন আরিফিন শুভ ও কলকাতার অভিনেত্রী পাওলি দাম। যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি হবে ভারতের এসকে মুভিজের সঙ্গে বাংলাদেশের আইকন এন্টারটেইনমেন্টের।

গত বছর বেশকিছু কাজে পূর্ণিমাকে দেখেছেন দর্শক। বিশেষ করে ছোট পর্দার কাজে তাকে দেখা যায়। নাটক ও টেলিছবির কাজ নিয়ে পুরো বছরই ব্যস্ত ছিলেন তিনি।

 


মন্তব্য করুন