প্রামাণ্যচিত্রে ‘গানের পাখি’ ফেরদৌসী রহমান
উপমহাদেশের বরেণ্য সংগীত শিল্পী ফেরদৌসী রহমানের জীবন ও কর্মের উপর ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ করছেন সন্দিপ বিশ্বাস। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রযোজিত ৪৯ মিনিট দৈর্ঘ্যের এ তথ্যচিত্রটির নাম ‘গানের পাখি’।
এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা সন্দিপ বলেন, ‘এত বড় মাপের একজনকে নিয়ে কাজ করতে পেরে আমি গর্বিত। শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে এমন একটি কাজের সঙ্গে যুক্ত করায়।’
১৯৪১ সালের ২৮ জুন অবিভক্ত ভারতবর্ষের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেন কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দীন আহমেদের একমাত্র মেয়ে ফেরদৌসী বেগম। তার শৈশব এবং কৈশোর কেটেছে কোচবিহার ও কোলকাতাতে আর দেশভাগের পর পরিপূর্ণ শিল্পী হিসেবে বেড়ে উঠেছেন ঢাকায়। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয়েছিল তাঁর গাওয়া গানের মধ্যে দিয়ে এবং শিশুদের জনপ্রিয় সংগীত শিক্ষার আসর ‘এসো গান শিখি’ দীর্ঘ সাত দশক ধরে বাংলাদেশের সংগীত শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।
বাংলাদেশ, ভারত, পাকিস্থানসহ সারা পৃথিবীর শ্রোতাদের কাছে তার গাওয়া গান আজও সমান জনপ্রিয়। বাংলা উর্দু মিলিয়ে প্রায় ২৫০টি চলচ্চিত্রে প্লেব্যাকের পাশাপাশি তাঁর গাওয়া গানের সংখ্যা প্রায় ৫ হাজার; যার মধ্যে রয়েছে ভাওয়াইয়া, ভাটিয়ালি, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, গজল এবং উচ্চাঙ্গ সংগীত। এছাড়াও তিনি জার্মান, রুশ, চীন সহ একাধিক ভাষায় গান করেছেন। ফেরদৌসী রহমানের জীবনের এমন নানা দিক ফুটে উঠেছে গানের পাখি ডকুমেন্টারি ফিল্মে। ডকুমেন্টারি ফিল্মটি অনলাইন এবং অফ লাইনে খুব তাড়াতাড়ি প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।