Select Page

প্রিমিয়ার শেষে ‘ছুঁয়ে দিলে মন’

প্রিমিয়ার শেষে ‘ছুঁয়ে দিলে মন’

শুক্রবার মুক্তি পেয়েছে শিহাব শাহীন পরিচালিত ‌‘ছুঁয়ে দিলে মন’। রোমাণ্টিক চলচ্চিত্রে জুটি বেধেছেন আরিফিন শুভজাকিয়া বারী মম। বৃহস্পতিবার হয়ে গেল চলচ্চিত্রটির প্রিমিয়ার। উপস্থিত অনেকে চলচ্চিত্রটি সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

ফেসবুক থেকে তেমন দুটি স্ট্যাটাস পাঠকের জন্য তুলে দেওয়া হল-

মেজবাহ উদ্দিন সুমন লিখেন,

ছুঁয়ে দিলে মন ছবিটি আমি এডিটিং টেবিলে অনেকবার দেখেছি..কিন্তু আজকে বড় পর্দায় ছবিটি দেখে আমি থ হয়ে গেছি…ইট ওয়াজ জাষ্ট অস্যাম..এমন একটি ছবির জন্যই বুঝি আমরা অনেকদিন বসে ছিলাম..কখনো রোমান্টিসিজমে কখনো সাসপেন্সে..গান, মিউজিক আর সবার অভিনয়. দর্শকরা রীতিমতো ভাসছিলো ডুবছিলো..এক কথায় অসাধারণ…এ ছবি দর্শক মুখ ফিরিয়ে নিবে না…..শিহাব শাহীন ভাইকে ধন্যবাদ…ছুঁয়ে দিলে মন একটা মাইলফলক ছবি হতে যাচ্ছে…ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে আমিও সেই মাইলফলকের এক টুকরো পাথর হলাম…।

বায়োস্কোপ ব্লগের সাইদ দীর্ঘ স্ট্যাটাসের এক জায়গায় লিখেন,

এবার আর নাটক বলতে পারবেন না আশা করি। রোমান্টিক কমার্শিয়াল ছবি বলতে যা বুঝায় এই মুভিটা সেসব উপাদান দিয়েই তৈরি। যারা ভালবাসেন, ভালবাসতে পছন্দ করেন তাদের অবশ্যই ভাল লাগবে মুভিটা আশা করি। কতটুকু মন ছুঁতে পারবে সেটা আপনারাই ভাল বলতে পারবেন কারন আমি রোমান্টিক ছবির দর্শক নই। কিন্তু তারপরেও অনেকগুলা ভাল লাগা নিয়ে বাসায় ফিরেছি। ছবিটা আগামীকাল সারা দেশে মুক্তি পাচ্ছে। সবাইকে একটা পরিষ্কার চকচকে মুভির দেখার জন্য অনুরোধ থাকল।

 


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares