Select Page

‘প্রিয়তমা’ লুক দেখে ভক্ত ও হল মালিকদের স্বস্তি

‘প্রিয়তমা’ লুক দেখে ভক্ত ও হল মালিকদের স্বস্তি

শাকিব খানের শেষ কয়েকটি সিনেমা ততটা সফল নয়। তারপরও তার সিনেমার ঘোষণা মানেই ভক্তদের মাঝে উন্মাদনা। ন্যুনতম দর্শকের গ্যারান্টি।

সম্প্রতি একের পর এক বিতর্কের মাঝে নতুন সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি, তা-ই স্বস্তির খবর। আর সেই স্বস্তি বাড়িয়ে দিয়েছে ‘প্রিয়তমা’ ফার্স্টলুক।

১০ মে শুরু হয় হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটির শুটিং। সেদিন সন্ধ্যায় প্রকাশ হয় পয়লা দর্শন। যা সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দেয়।

মুখভর্তি খোঁচা খোঁচা দাঁড়ি, ময়লা পোশাক আর অগোছালো চেহারায় লম্বা চুল, ঠোঁটে জ্বলন্ত সিগারেট; এভাবে দেখা যায় ঢাকাই সিনেমার এক নম্বর নায়ককে।

পরিচালক হিমেল জানালেন, পরদিনই তার সঙ্গে যোগাযোগ করে ২৭টি সিনেমা হলের মালিকরা!

তিনি বলেন, সকলের ভালোবাসায় আমরা ‘প্রিয়তমা’ টিম মুগ্ধ, কৃতজ্ঞ। আমাদের দায়িত্ব আরও অনেক গুণ বেড়ে গিয়েছে। গতকাল থেকে শুধু সাধারণ দর্শকরাই আমাদের ভালোবাসা জানাননি, ২৭টি সিনেমা হল আমাদের সাথে যোগাযোগ করছেন টাকা দিয়ে ঈদের বুকিং দেয়ার জন্য।

‘শুটিং শেষ না হওয়া একটি ছবির জন্য সর্বশেষ কবে এই চাহিদা তৈরি হয়েছিল আমাদের জানা নেই। শাকিব খান আমাদের সিনেমার সবচেয়ে বড় তারকা। তার কাছ থেকে তার অসংখ্য ভক্তদের যে প্রত্যাশা, তা পূরণে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। দেখা হবে আগামী কোরবানির ঈদে।’

বেশ কিছু সিনেমা হলের ফেসবুক পেজ শাকিবের ‘প্রিয়তমা’ শেয়ার করেছে। গাইবান্ধার রোমা, কিশোরগঞ্জের রাজ, মেহেরপুর সিনেমা হল, ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা থেকে পোস্ট করে জানায়, এ সব হলে ঈদে ‘প্রিয়তমা’ চলবে।

‘প্রিয়তমা’র পোস্টার ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম। ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় ‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের নায়িকা হিসেবে থাকছেন কলকাতার টিভি সিরিয়ালের পরিচিত মুখ ইধিকা পাল। অ্যাকশন-রোমান্টিক ধাঁচের এ ছবির আছেন শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সীমান্তসহ অনেকে।

এদিকে একই দিনে প্রথমবারের মতো বড় পর্দায় আসতে চলেছেন ছোট পর্দার সুপারস্টার আফরান নিশো। শাকিব খানের পোস্টার প্রকাশের দিন অর্থাৎ ১০ মে রাতে প্রকাশ হয় ‘সুড়ঙ্গ’-এর টিজার। পরিচালনা করেছেন রায়হান রাফী। যা দেখে বোঝা যায়, আগামী ঈদে দুই তারকার হাড্ডাহাড্ডি লড়াই হবে।


মন্তব্য করুন