Select Page

প্রিয়তমা : পরিচালক হিমেল আশরাফ, নায়ক-প্রযোজক শাকিব খান

প্রিয়তমা : পরিচালক হিমেল আশরাফ, নায়ক-প্রযোজক শাকিব খান

প্রথম সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’র মাধ্যমে সাড়া জাগিয়েছিলেন নির্মাতা হিমেল আশরাফ। ওই ছবি মুক্তির পর থেকেই শোনা যাচ্ছিল ফের নতুন ছবি নির্মাণ করবেন। এতে বেশ কিছু চমক থাকবে বলে আসলেও এতদিন চুপ ছিলেন নির্মাতা।

জানালেন ছবির নাম ‘প্রিয়তমা’। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন শাকিব খান

মঙ্গলবার রাতে ফেসবুক পোস্টে সেই চমকের কথা জানালেন হিমেল। তিনি লিখেছেন, “আমার পরবর্তী সিনেমার নাম ‘প্রিয়তমা’ এই সিনেমার মূল চরিত্রে আছেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা শাকিব খান। তার চেয়ে বড় কথা এই সিনেমা প্রযোজনা করছেন স্বয়ং শাকিব খান। এস কে ফিল্মস এর ব্যানারে সিনেমা করতে পারা একজন নির্মাতার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। ধন্যবাদ শাকিব খান আমার উপর আস্থা রাখার জন্য। প্রিয়তমা লিখেছেন ফারুক হোসেন। কিন্তু কে হচ্ছেন শাকিব খানের প্রিয়তমা?”

কে হচ্ছেন ছবির নায়িকা? আরটিভি অনলাইনকে হিমেলে বলেন,  ‘শাকিব ভাই  অন্য একটি ছবির শুটিংয়ে দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলেই আনুষ্ঠানিকভাবে সব কিছু জানানো হবে। নায়িকার বিষয়টি নিয়ে আপাতত কিছু বলতে চাই না।’


মন্তব্য করুন