![রায়হান রাফী-শাকিব খান জুটির ‘তাণ্ডব’ সম্পর্কে যা জানা গেল](https://i0.wp.com/bmdb.co/wp-content/uploads/2024/06/shakib_khan_raihan_rafi_bmdb_image.jpg?resize=150%2C150&ssl=1)
‘প্রিয়াঙ্কা’ হয়ে ফিরছেন তমালিকা
তমালিকা কর্মকার প্রথম অভিনয় করেন শেখ নিয়ামত আলীর ‘অন্য জীবন’ চলচ্চিত্রে। এরপর ‘মিথ্যার রাজা’, ‘এই ঘর এই সংসার’, ‘কিত্তনখোলা’ ও ‘ঘেঁটুপুত্র কমলা’ চলচ্চিত্রে দেখা যায় তাকে। ‘কিত্তনখোলা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকদিন পর তাকে দেখা যাবে নতুন একটি সিনেমায়।
সিনেমাটির নাম ‘প্রিয়াঙ্কা’, পরিচালনা করছেন নাজমুফ শাকিব আহমেদ। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন তমালিকা। ৩৫ বছর বয়সী একজন মেয়ের একাকী জীবনের সংগ্রামুখর গল্প নিয়েই ‘প্রিয়াঙ্কা’ ছবির কাহিনী গড়ে উঠেছে।
এ প্রসঙ্গে তমালিকা বলেন, ‘আমার চরিত্রটি অনেক সংগ্রামী একটি চরিত্র। গল্প পড়ে খুব ভালো লেগেছে বিধায় কাজটি করতে যাচ্ছি। সত্যিই আমি অনেক বেশি উচ্ছ্বসিত এবং আনন্দিত যে আমি বেশ কয়েক বছর বিরতির পর মনের মতো একটি বাণিজ্যিক চলচ্চিত্রে কাজ করার সুযোগ পেয়েছি, যেখানে আমি আমার অভিনয়কে যথাযথভাবে উপস্থাপন করতে পারব।’
আগামী বছরের মার্চ-এপ্রিলে ছবির শুটিং শুরু হবে। বর্তমানে চলছে অন্যান্য শিল্পী নির্বাচনের প্রক্রিয়া।