Select Page

প্রীতি’র ‘প্রেম করব তোমার সাথে’

প্রীতি’র ‘প্রেম করব তোমার সাথে’

image_96997নবাগত চিত্রনায়িকা প্রীতি। প্রথবারের মতো অভিনয় করতে যাচ্ছেন ‘প্রেম করব তোমার সাথে’ ছবিটিতে। টাঙ্গাইলের মেয়ে প্রীতির ছোটবেলা থেকেই স্বপ্ন চলচ্চিত্রে অভিনয় করার। সিনেমাটিতে প্রীতির বিপরীতে থাকবেন জায়েদ খান

চলচ্চিত্রে কাজ প্রসঙ্গে প্রীতি দৈনিক ইত্তেফাককে  বলেন, ‘প্রথমবারের মতো ক্যামেরার সামনে অভিনয় করতে যাচ্ছি, সেটিও আবার বড় পর্দায়। পরিচালক রাকিব ভাইয়ের অনুপ্রেরণাতেই কাজটি করছি। দর্শকদের কাছে দোয়া চাইছি যেন আমি আপনাদের ভালো একটা কাজ উপহার দিতে পারি।’

ছবিটি প্রসঙ্গে এর নির্মাতা রাকিবুল আলম রাকিব বলেন, ‘আমি এই ছবিটিতে অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। তেমনই এক চ্যালেঞ্জের নাম মম। টিভি পর্দার নায়িকা চলচ্চিত্রে সফলতার রেকর্ড নেই এখনও। আমি এটি ভাঙতে চাই। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিষেক ঘটবে প্রীতির। কাজের প্রতি নিষ্ঠা থাকলে ও অনেকদূর যেতে পারবে।’

জানুয়ারি মাসে ছবির শুটিং শুরু হতে যাচ্ছে। দেশের মধ্যে সাভার ও কক্সবাজারে এবং দেশের বাইরে থাইল্যান্ডে ছবিটির দৃশ্য ধারণ করা হবে।


মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

সাপ্তাহিক জরিপ

ঈদে কতগুলো ছবি মুক্তি দেয়া উচিত?
সর্বোচ্চ পাঁচটি
পাঁচটির বেশি
Poll Maker

Shares