Select Page

প্রেমের গুঞ্জন, নায়িকা বললেন শাকিব তার শিক্ষক

প্রেমের গুঞ্জন, নায়িকা বললেন শাকিব তার শিক্ষক

 

# রনির সঙ্গে প্রেম ছিল রোদেলা জান্নাতের, এখন তিনি প্রেম করছেন শাকিবের সঙ্গে
# তমা খানের এমন স্ট্যাটাসের প্রতিবাদে মুখ খুললেন রোদেলা জান্নাত
# বললেন, আমাদের শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক

শাকিব খানের সঙ্গে রোদেলা জান্নাতের এর প্রেমের গুঞ্জন শোনা গেলেও এর পেছনে অন্য সমীকরণ জানালেন নতুন এ নায়িকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি বিষয়টি সরব হয়েছেন। পরিচালক শামীম আহমেদ রনির স্ত্রী হিসেবে পরিচিত তমা খান সম্প্রতি এক পোস্টে দাবি করেন, রোদেলার সঙ্গে আগে রনির প্রেম ছিল, এখন তিনি শাকিবের সঙ্গে প্রেম করছেন।

শাকিব খানের নতুন ছবি ‘শাহেনশাহ’ তে নায়িকা হিসেবে অভিনয় করছেন রোদেলা জান্নাত। তিনি এ ছবির মাধ্যমেই চলচ্চিত্রে প্রথম অভিনয় করছেন। অভিনয়ের আগে রোদেলা মালয়েশিয়ার লিমককউইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে পিএইচডি করেছেন। এছাড়া কয়েকমাস একটি বেসরকারি চ্যানেলে সংবাদ পাঠ করেছিলেন।

শুটিংয়ের শুরু থেকেই চাউর ওঠে রোদেলার প্রেমসহ ব্যক্তিগত জীবনের নানা বিষয়। কেউ কেউ ফেসবুক, টুইটারেও এসব বিষয় নিয়ে মন্তব্য করছেন। মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে এসব বিষয় নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন রোদেলা। সেখানে নিজের অবস্থান পরিষ্কার করেন এই নবাগতা নায়িকা।

ফেসবুক স্ট্যাটাসে রোদেলা লিখেছেন, আমাদের শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক। আমি শাকিব খান স্যারকে সম্মান করি। তাকে আমার পরামর্শদাতা হিসেবে বিবেচনা করি। কেবল এ কারণেই আমি আমার নিয়মিত পেশা থেকে বেরিয়ে এসেছি। স্বাক্ষর করেছি ‘শাহেনশাহ’ ছবিতে। আমি তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ।

রোদেলা আরও লিখেছেন, আমি দৃঢ়ভাবে প্রতিবাদ জানাচ্ছি তাদের আচরণের যারা আমাদের শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক নিয়ে নেতিবাচক মন্তব্য করেন, গুজব রটাচ্ছেন। ব্যক্তিগত বিষয় ঘরের ভেতর সীমাবদ্ধ থাকা উচিত। কোন কারণ বা তথ্য প্রমাণ ছাড়া বাজে টুইট করার কোনো অর্থ হয় না।

এতে হয়তো ফলোয়ারের সংখ্যা বাড়তে পারে, এর বেশি কিছু হয় না। ফেসবুকে আপনার প্রদত্ত স্ট্যাটাস থেকে এটি অবশ্যই উল্লেখ করা উচিত যে সফল অভিনেত্রী না হওয়ার কারণে আপনি কতটা হতাশ, কতটা ভেঙে পড়েছেন। আমি ভাগ্যবান এবং নিজেকে সম্মানিত বোধ করি এই ভেবে যে শামীম আহমেদ রনি আমার পরিচালক, যিনি আমার ঢালিউড জীবনের প্রথম ধাপে অনেক সহযোগিতা করছেন।

‘শাহেনশাহ’-এ শাকিব খান ও রোদেলা ছাড়াও আছেন আরেক জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। ছবিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, উজ্জ্বল,আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।


মন্তব্য করুন