Select Page

‘প্রেমের তাজমহল’ নির্মাতার সদস্যপদ স্থগিত

‘প্রেমের তাজমহল’ নির্মাতার সদস্যপদ স্থগিত

‌’প্রেমের তাজমহল’-খ্যাত নির্মাতা গাজী মাহবুবের সাধারণ সদস্যপদ স্থগিত করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি। মে মাসে চিত্রনায়ক বাপ্পারাজকে বহিস্কারের বিষয়ে পরিচালক সমিতির সঙ্গে নায়ক রাজ রাজ্জাকের পরিবারের তর্কযুদ্ধ শুরু হয়। আর সেসময় এফডিসিতে বসে নায়ক রাজ্জাকের পক্ষে বলায় পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকনের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে যান  গাজী মাহবুব।

শুধু তাই না, এ বিষয়ে এফডিসিতে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনাও ঘটে। আর সেই কারণেই এবার পরিচালক সমিতির কার্যনির্বাহী কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে এই নির্মাতাকে। ২৪ জুলাই লিখিত চিঠির মাধ্যমে  বিষয়ে জানিয়ে দিয়েছে সমিতি।

গাজী মাহবুব বলেন, ঘটনা তো দুই মাস আগের। পরিচালক সমিতি আমাকে নিষিদ্ধ করেছে, এটা তাদের সিদ্ধান্ত। এই বিষয়ে আমি সিনিয়দের সঙ্গে আলোচনা করেছি। দেখি কী ফলাফল আসে!

তিনি আরো বলেন, পরিচালক সমিতি তো একটা বড় ব্যাপার। কিছু ভুল বোঝাবুঝির কারণে এমনটা হয়েছে। আশা করি সব ঠিক হয়ে যাবে। কাউকে বিষয়টা আপাতত জানাতে চাচ্ছি না। আমরা নিজেরাই সমাধানের পথে আসছি। আরেকটা কথা পরিস্কার বলি, রাজ্জাক সাহেবকে নিয়ে যে ঘটনা সেটা আরো দুই মাস আগের। তখনই সেটা শেষ হয়ে গেছে। কিন্তু আবার এই ঘটনা পরিচালক সমিতি কেন টেনে আনল, আর আমাকে আবার কেনইবা বহিস্কার করল এই ব্যাপারটা বুঝলাম না। তবে সব কিছুর পরেও, এসব ব্যাপারগুলো সুন্দর না!

এর আগে দেশের পরিচালকদের ‘বেকার’ বলে তোপের মুখে পড়েছিলেন শাকিব খান। এমনকি বাংলা সিনেমায় তাকে পরিচালক সমিতি নিষিদ্ধ পর্যন্ত করেছিল, দেশের পরিচালকদেরও নিষেধ ছিল শাকিবকে নিয়ে সিনেমা তৈরির। কিন্তু নিষেধাজ্ঞা না মেনে শাকিবকে নিয়ে সিনেমা বানানোয় পরিচালক সমিতির সদস্য বাতিল হয়ে যায় ‘রংবাজ’ নির্মাতা শামীম আহমেদ রনির। একই ঘটনায় নিষিদ্ধের সমনজারি হয়েছিল অভিনেতা ও নির্মাতা বাপ্পারাজের উপর।

সোনালী নিউজ অবলম্বনে


মন্তব্য করুন