Select Page

প্লেব্যাকে শাবনূর

প্লেব্যাকে শাবনূর

Sabnur-husband

শুধু অভিনেত্রী নন, ভালো গানও গাইতে পারেন শাবনূর। কিছুদিন আগে এক চলচ্চিত্র প্রযোজকের জন্মদিন পার্টিতে গান গেয়ে ইউটিউবে প্রকাশ করেন তিনি। এবার প্লেব্যাকে অভিষেক ঘটছে এই অভিনেত্রীর।

মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ ছবির টাইটেল গানে কণ্ঠ দেবেন শাবনূর। গানটির সঙ্গীতায়োজন করছেন কলকাতার প্রীতম। আগামী সপ্তাহে ঢাকার একটি স্টুডিওতে রেকর্ড করা হবে বলে জানান মানিক।

কালের কণ্ঠকে তিনি বলেন, ‘শাবনূরের কণ্ঠ পেশাদার শিল্পীদের মতো। আমি বুঝে-শুনে সিদ্ধান্ত নিয়েছি। তা ছাড়া বেশ কিছুদিন ধরে তিনি নিজেই প্লেব্যাক করার আগ্রহ প্রকাশ করছিলেন। ভাবলাম সুযোগটি কাজে লাগাই। মেলোডি ধাঁচের গানটি শাবনূর ভক্তদের অবশ্যই ভালো লাগবে।’


মন্তব্য করুন