Select Page

ফারুকীকে ৭৫ লাখ টাকা দিয়ে দাও : যেভাবে পাওয়া গেল ‘ব্যাচেলর’র বাজেট

ফারুকীকে ৭৫ লাখ টাকা দিয়ে দাও : যেভাবে পাওয়া গেল ‘ব্যাচেলর’র বাজেট

মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম সিনেমা ‘ব্যাচেলর’ প্রযোজনা করেছিল ইমপ্রেস টেলিফিল্ম। জনপ্রিয় সিনেমাটিতে অভিনয় করেন শাবনূর, অপি করিম, ফেরদৌস, হুমায়ূন ফরীদি, জয়া আহসান, ইলোরা গওহর, সুমাইয়া শিমু, মারজুক রাসেল, হাসান মাসুদ প্রমুখ।

সম্প্রতি সেই সিনেমা নির্মাণ গল্প জানালেন চ্যানেল আই অনলাইনকে।

ফারুকী যা বললেন :

তখন আমার ‘একান্নবর্তী’ প্রচারিত হয়েছে, ‘চড়ুইভাতি’ প্রচারিত হয়েছে। তরুণ প্রজন্মের মানুষ জনের কাছে প্রিয় এবং তরুণদের সাথে দারুণ একটা আত্মিক যোগাযোগ স্থাপন হয়েছে। সেসময় ‘ব্যাচেলর’ নামের একটি ছবি বানানোর পরিকল্পনা করলাম, কিন্তু আমার কাছেতো কোনো টাকা পয়সা নেই! বিভিন্ন জনের কাছে এক লাখ, পাঁচ লাখ কন্ট্রিবিউট করতে বলছি। এরকম সময়ে একদিন আমি আর আনিসুল হক(কথা সাহিত্যিক) চলে গেলাম সাগর ভাইয়ের (ফরিদুর রেজা সাগর) কাছে।

সাগর ভাই আমাদের দেখে বললেন, হ্যাঁ আনিস বলো কী ব্যাপার? আনিস ভাই বললেন, ফারুকী একটা সিনেমা বানাবে, সে একটা প্রস্তাব নিয়ে এসেছে আপনার কাছে। সাগর ভাই জিজ্ঞেস করলেন কী প্রস্তাব? আমি বললাম, সাগর ভাই আমি একটা সিনেমা বানানোর পরিকল্পনা করছি, নাম ‘ব্যাচেলর’। ওই ছবিটা যখন বিজ্ঞাপন হবে তখন আপনার চ্যানেলে সেটা বিনা পয়সায় প্রচার করবেন, এটাই আমার প্রস্তাব। সাগর ভাই বললেন, ঠিকাছে বিজ্ঞাপন প্রচার করবা কোনো সমস্যা নেই। তো তোমার ছবি প্রডিউস করছে কে? আমি বললাম এখনো জানি না। বিভিন্ন জনের কাছে টাকা ধার চেয়েছি। তিনি শুনে বললেন, ওহ! আচ্ছা আচ্ছা! তখন চ্যানেল আইয়ের অফিস বেইলী রোডে। পাঁচ জন লোকের রুমে বিশ জন লোক!

তো এরমধ্যেই সাগর ভাই পিবিএক্স-এ কাকে যেন একটা ফোন দিয়ে নীচে নামতে বললেন। তারপর দেখলাম একজন ছিপছিপে ভদ্রলোক সাগর ভাইয়ের রুমে ঢুকলেন। সাগর ভাই তাকে বললেন, হাসান। তখন জানলাম তিনি ইবনে হাসান খান। সাগর ভাই তাকে উদ্দেশ্য করে বললেন, আনিস আর ফারুকী মিলে একটা ছবি বানাবে, নাম ‘ব্যাচেলর’। এটুকু বলে তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ফারুকী তোমার সিনেমার বাজেট কতো? আমিতো এটুকু শুনে চুপ! কারণ আমিতো সিনেমার কোনো বাজেট করিনি, কীভাবে বাজেট করে তাও জানি না তখন। কিন্তু আমি আন্দাজে বলে ফেললাম আমার ছবির বাজেট ৭৫ লাখ টাকা! সাগর ভাই আবার ইবনে হাসান খানকে উদ্দেশ্য করে বললেন, ফারুকীকে ৭৫ লাখ টাকা দিয়ে দাও। ‘ব্যাচেলর’ আমরাই প্রডিউস করবো। এখন উপরে নিয়ে যাও এবং তাকে এই মুহূর্তেই অ্যাডভান্স দিয়ে দাও।

সেই মুহূর্তটাকে আমার বিস্ময়কর মনে হলো! কারণ আমি জানি, একটি সিনেমা নির্মাণের জন্য অর্থ ম্যানেজ করা কতোটা কঠিন কাজ! জুতার সুকতলা ক্ষয় হয়ে যায়। সেখানে এই ব্যাপারটা আমার জন্য ছিলো মিরাকল! একদম যাদুর মতো বিষয়টা ঘটে গেলো। কোনো ধরনের ঝামেলা ছাড়াই বিষয়টা ঘটে গেলো। এটাই হচ্ছে ফরিদুর রেজা সাগর। এরপর থেকে তাঁর সাথে আমার সম্পর্কটা এরকম। যখনই যেটা প্রয়োজন হয়েছে বলেছি, সাগর ভাই এটা করছি। তিনি বলেন, এটা করবা? করো! কখনোই প্রশ্ন করেননি কী করছি, কেনো করছি, টাকা কতো!


মন্তব্য করুন