Select Page

ফিউচার সাই-ফাই সিনেমা নিয়ে অমিত আশরাফ, দেখুন টিজার

ফিউচার সাই-ফাই সিনেমা নিয়ে অমিত আশরাফ, দেখুন টিজার

অমিত আশরাফের দ্বিতীয় ছবির নাম ‘প্রজেক্ট অমি’

# ‘উধাও’ নির্মাণ করে সাড়া জাগান অমিত আশরাফ। এবার ছবি ‘প্রজেক্ট অমি’
# এই ছবিতে বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশকে ভবিষ্যতের রূপে দেখা যাবে। ছবির ঘটনার অনেক কিছুই ঘটবে একটি পরিত্যক্ত জাহাজে
# যাকে অমিত বলছেন ফিউচার সাই-ফাই ঘরানার সিনেমা
# ছবির কিছু কাজ এগিয়েছে, বাকিটা হবে আগামী বছর। প্রকাশ হয়েছে টিজার
#  এই ছবির জন্য টাকা তুলতে নতুন এক পন্থা অবলম্বন করছেন অমিত

প্রথম সিনেমা ‘উধাও’ সিনেমা নিয়ে বেশ প্রশংসা পান অমিত আশরাফ। তাও বেশ কয়েক বছর হয়ে গেছে। এর পর তাকে পাওয়া যায় ওয়েব সিরিজে। তার এখনকার ব্যস্ততা দ্বিতীয় সিনেমা ‘প্রজেক্ট অমি’ নিয়ে।

সারাবাংলা ডটনেটের এক প্রতিবেদনে জানা যায়, ফিউচার সাই-ফাই ঘরানার সিনেমার অল্প কিছু কাজ করে ফেলেছেন অমিত আশরাফ। পুরোদমে ছবির কাজ শুরু করবেন আসছে বছরের ফেব্রুয়ারি অথবা মার্চে।

‘প্রজেক্ট অমি’ সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘ফিউচার সাই-ফাই থ্রিলার ছবি বা সাইবারপ্রাংক ধরনের সিনেমা আমার জানামতে এখনো হয় নাই বাংলাদেশে। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের প্রভাব থাকবে সিনেমায়। আমার এই সিনেমার সব চরিত্রে মানুষই অভিনয় করবে, শুধু একটি চরিত্রকে দেখা যাবে ভার্চুয়াল।’

এই ছবিতে বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশকে ভবিষ্যতের রূপে দেখা যাবে। ছবির ঘটনার অনেক কিছুই ঘটবে একটি পরিত্যক্ত জাহাজে।

বেশ অনেক অ্যানিমেশন ও গ্রাফিক্সের কাজ থাকবে এই সিনেমায়। এসব কাজ হবে দেশ ও দেশের বাইরে।

প্রতিবেদনে আরও বলা হয়- সিনেমার গল্প, চিত্রনাট্য করেছেন অমিত আশরাফ নিজেই। তবে সিনেমার অন্যতম প্রযোজক জেনি ওয়াকার একজন ব্রিটিশ।

এই ছবির জন্য টাকা তুলতে নতুন এক পন্থা অবলম্বন করছেন অমিত আশরাফ। আগ্রহীরা আগেই এই সিনেমার টিকেট কেটে ফেলতে পারেন, অথবা কিনে ফেলতে পারেন বিভিন্ন সামগ্রী। ‘কিকস্টার্টার’ ওয়েবসাইটে গিয়ে অনেক কিছুই কিনতে পারবেন দর্শকরা। আর সেই টাকা একটা ফান্ড হিসেবে ব্যবহার হবে সিনেমা নির্মাণে।


মন্তব্য করুন