
ফিরছেন রেসি

রেসি নিজেই চেয়েছিলেন অভিনয়ে ফিরবেন না। কিন্তু স্বামী তাকে এ বিষয়ে উৎসাহ দেন।
রেসিও তাঁর স্বামীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি কালের কন্ঠকে বলেন, ‘আমি অভিনয়ে ফিরব এমন সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই একের পর এক কাজের প্রস্তাব আসছে। কিন্তু আমি শুরুতে ছোট পর্দা দিয়ে ফিরতে চাই। এর মধ্যে বেশ কয়েকটি একক নাটকের পাণ্ডুলিপি হাতে পেয়েছি। বেশির ভাগই পছন্দ হয়েছে। আশা করছি, সামনের মাস থেকে আবার কাজ শুরু করতে পারব। আর এ ক্ষেত্রে আমার স্বামীই আমাকে সহযোগিতা করবেন।’
রেসির ফিরে আসা সম্পর্কে স্বামী পান্থ শাহরিয়ার বলেন, ‘আমি চাই না রেসির ভক্তরা বঞ্চিত হোক। তাঁর ভক্তদের কথা চিন্তা করেই রেসিকে মিডিয়ায় ফেরার সিদ্ধান্ত নিতে বলেছি।’