Select Page

ফেরদৌস-পূর্ণিমা-ঋতুপর্ণার সঙ্গে থাকছেন না শুভ

ফেরদৌস-পূর্ণিমা-ঋতুপর্ণার সঙ্গে থাকছেন না শুভ

সম্প্রতি বেশ আলোচনা জুগিয়েছে প্রয়াত মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্রের বিনিয়োগে ফিরে আসা। তাছাড়া বিরতির পর পূর্ণিমার ফিরে আসার ছবি হতে যাচ্ছে এই ‘জ্যাম; প্রেমের চাটনী’।

এরই মধ্যে জমকালো এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারকাদের নাম ঘোষণাও করা হয়। পাশাপাশি ফেরদৌস আর ঋতুপর্ণার অভিনয়ের কথাও চূড়ান্ত। ঢালিউডের বাতাসে জোর গুঞ্জন— এই ছবিতে পূর্ণিমার সহশিল্পী হবেন আরিফিন শুভ।

কিন্তু নিউইয়র্ক থেকে প্রথম আলোকে তিনি জানালেন, ছবিটি করছেন না।

শুভ বলেন, ‘পরিচালক আমার সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছেন। গল্পও শুনিয়েছেন। কিন্তু গল্পের সঙ্গেও নিজেকে এখনো মানিয়ে নিতে পারিনি। মনে হয় না ছবিটিতে অভিনয় করা হবে। তা ছাড়া আমার মন থেকেও সায় দিচ্ছে না। তাই সিদ্ধান্ত নিয়েছি ছবিটিতে কাজ না করার।’

‘জ্যাম; প্রেমের চাটনী’ ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। নাটক আর বিজ্ঞাপনচিত্র বানালেও কয়েক বছর আগে ফেরদৌস ও মৌসুমীকে নিয়ে ‘এক কাপ চা’ শিরোনামের একটি ছবি নির্মাণ করেন তিনি। ওই সিনেমায়ও বিশেষ চরিত্রে ছিলেন ঋতুপর্ণা।

সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর গল্পে ‘জ্যাম’ নির্মিত হচ্ছে। আরো অভিনয় করবেন চম্পা, মৌসুমী, ওমর সানী ও চম্পা। শুটিং শুরু হবে অক্টোবরে।


মন্তব্য করুন