Select Page

ফের এসকে মুভিজের কৌশল পরিবর্তন, সঙ্গে অনন্য মামুন-শাকিব

ফের এসকে মুভিজের কৌশল পরিবর্তন, সঙ্গে অনন্য মামুন-শাকিব

‘আমি শুধু তোমাকে চেয়েছি’র মাধ্যমে কলকাতার এসকে মুভিজের সঙ্গে জোড় বেঁধেছিলেন অনন্য মামুন। সিনেমাটি হিট হয়েছিল ঠিকই, যৌথ প্রযোজনায় অনিয়মের জেরে বেশ কথা শুনতে হয়েছিল অনন্যকে। সেই সিনেমায় নতুন করে বিতর্কিত করে যৌথ প্রযোজনাকে। ফের সেই ব্যানারে কাজ করছেন তিনি। এটা সবারই জানা।

‘তুই শুধু আমার’ শিরোনামের ছবিতে কাজ করছেন মাহি, সোহম, ওম ও আমান রেজা। এ ঘোষণার পরদিন জানা গেল অনন্য মামুনের আরেক ছবিতে কাজ করছেন শাকিব। এটি অনন্যর সঙ্গে প্রথম ও এসকে’র সঙ্গে শাকিবের তৃতীয় প্রজেক্ট।

সিনেমাটির নাম ‘চালবাজ’। শুটিং শুরু হবে ২০ জুন, লন্ডনে। তার ২০ দিন আগেই একই লোকেশনে শুরু হবে ‌‘তুই শুধু আমার’-এর শুটিং। এরপর শুটিং হবে বাংলাদেশ-ভারতে। অর্থাৎ, খুবই কম সময়ে ছবি দুটির কাজ শেষ হবে।

দুই ছবিই অনন্যর সঙ্গে পরিচালনা করবেন জয়দীপ মুখার্জি। বাংলাদেশ থেকে প্রযোজনায় থাকছে নতুন একটি প্রতিষ্ঠান।

এসকে মুভিজের ধরন অনুযায়ী দুই ছবিই রিমেক গল্পে নির্মিত হবে। আর বাংলাদেশি পার্টনাররা বলছেন, ছবিগুলো যৌথ প্রযোজনার নিয়ম মেনেই হবে!

গত দুইবছর ধরে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে বাংলাদেশে ছবি নির্মাণ করেছে এসকে। এবার কৌশল পরিবর্তন করে পুরনো পার্টনার অনন্য মামুনের সঙ্গে জোট বেঁধেছে। জাজের সঙ্গে অনেকগুলো ফ্লপ ছবি উপহার দিয়েছে। এবার প্রযোজনা প্রতিষ্ঠানটি অনেক বেশি স্বাধীন। জাজের নায়িকা নিয়ে ছবি করার তাড়া নেই। দেখার বিষয়, নতুন এ কৌশলে বাংলাদেশের বাজারে কতটা সুবিধা করতে পারে।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares