Select Page

ফের বড়পর্দায়…

ফের বড়পর্দায়…

ruhi

২২ ডিসেম্বর পুত্রসন্তানের মা হন দিলরুবা ইয়াসমিন রুহি। তারও এক বছর আগে অভিনয় ছেড়ে স্বামী মুনসুর আলীর সঙ্গে লন্ডনে চলে যান। দুই বছর বিরতির পর ফের অভিনয়ে ফিরছেন এই মডেল ও অভিনেত্রী। ২৩ মে দেশে ফিরেই নতুন ছবি ‘সিনেমা’র জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন।

সিনেমাটির কথা বেশ আগেই শোনা যায়। কিন্তু রুহির মাতৃত্বজনিত কারণে থমকে ছিল।

র‌্যাম্প থেকে সিনেমায় আসা রুহিকে প্রথম দেখা যায় ‘৭১ এর সংগ্রাম’-এ। সিনেমাটির পরিচালনক মুনসুর আলী। ‘সিনেমা’র পরিচালকও তিনি।

রুহি সংবাদমাধ্যমকে বলেন, ‘দেশে ফিরতে ইচ্ছে করছে অনেকদিন ধরেই। অভিনয়ের জন্য মুখিয়ে আছি। কিন্তু আমার সন্তানের জন্য আসতে পারছি না। তবে শিগগিরই দেশের মাটিতে পা রাখছি। আবারো ক্যামেরার সামনে ফিরছি।’

‘৭১-এর সংগ্রাম’ ছাড়াও রুহি অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ঢাকার ‘জিরো ডিগ্রি’ ও কলকাতার ‘গ্ল্যামার’। মাঝ পথে আটকে আছে ‘মায়ানগর’।

সূত্র : কালের কণ্ঠ ও ইত্তেফাক।


মন্তব্য করুন