Select Page

ফের শাকিবের লুকে মজেছেন ভক্তরা

ফের শাকিবের লুকে মজেছেন ভক্তরা

bossgiri-shakib1

নায়কের লুকের গুরুত্ব স্বীকার করেও বলতে হয় গল্পের মুন্সিয়ানা ও নির্মাণই আসল কথা! তারপরও ভক্তরা মজেছেন শাকিব খানের লুক নিয়ে। এর আগে নতুন অবতারের কারণেই গল্পে চমৎকারিত্ব না থাকলেও ‘শিকারি’র ডাকে সাড়া দেন শাকিব ভক্তরা। এবারও ‘বসগিরি’র গানের লুক নিয়ে আলোচনার তুললেন ঢালিউডের এ নায়ক।

চলতি মাসের শুরুর দিকে নায়িকা শবনম বুবলি ও পরিচালক শামীম আহমেদ রনি-সহ ‘বসগিরি’ টিম হাজির হয় থাইল্যান্ডে। সেখানকার মনোরম লোকেশনে বেশ কিছু গানের দৃশ্যায়নে অংশ নেন তারা।

bossgiri-shakib-bubly

একটি গানের কথা হলো ‘বুবলি ও বুবলি আমার সোনা বুবলিরে, ধইরা নিছি তুইও আমার প্রেমে ডুবলি রে’। কথা লিখেছেন কবির বকুল। সুর ও সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন। কণ্ঠ দিয়েছেন এসআই টুটুল ও সোহান। এই গান বুবলি ফেসবুকে লেছেন, ‘বসগিরি ছবির নায়িকার জন্য এমন মজার গান তৈরি করেছেন, সে জন্য ইমন ভাইকে অনেক ধন্যবাদ। আর বিশেষ ধন্যবাদ আমাদের সুপারস্টার শাকিব খানকে, এই গানটির পরিকল্পনা করার জন্য। কবির বকুল ভাই, এসআই টুটুল ভাই ও সোহানকে ধন্যবাদ। ফিরছি শিগগির।’

bossgiri-shakib

এছাড়া বুবলি সংবাদমাধ্যমকে জানান, সিনেমায় এই শিরোনামে গান রাখার পরিকল্পনা করেছেন শাকিব খান নিজেই।

গান ছাড়াও বেশ কিছু দৃশ্যেরও শুটিং হয় থাইল্যান্ডে। ইতোমধ্যে সিনেমাটির ৮০ ভাগ শুটিং শেষ হয়েছে।

bossgiri-shakib-bubly1

ভারতীয় নৃত্য পরিচালক আদিল শেখের কোরিওগ্রাফিতে ‘বসগিরি’র গানে দেখা যাবে শাকিবকে। আদিল বলিউডের ‘বজরঙ্গি ভাইজান’, ‘ধুম থ্রি’, ‘থ্রিজি’, ‘দাওয়াত-ই-ইশক’, ‘মেরে ড্যাড কি মারুতি’, ‘গো গোয়া গোন’সহ বিভিন্ন ছবিতে নৃত্য পরিচালনা করেছেন। ‘বসগিরি’ ছবির চারটি গানের কোরিওগ্রাফি করছেন তিনি।

১৬ আগস্ট শুটিং শেষে দেশে ফেরার কথা রয়েছে শাকিব ও বুবলির।

bossgiri-shakib2

ঈদুল আজহায় মুক্তি পাবে ‘বসগিরি’। আরো অভিনয় করছেন রজতাভ দত্ত, অমিত হাসান, সাদেক বাচ্চু, মিজু আহমেদ প্রমুখ।


মন্তব্য করুন