Select Page

ফের শিরোনামে মালেক আফসারী ও শাকিব খান, সিনেমার নাম ‘জেমস’

ফের শিরোনামে মালেক আফসারী ও শাকিব খান, সিনেমার নাম ‘জেমস’

পরিচালক-নায়ক জুটি হিসেবে মালেক আফসারী ও শাকিব খান অতীতে বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন। এমনকি ‘প্রিয়তমা’ পূর্ববর্তী সর্বশেষ সফল সিনেমা নির্মাণ করেছিলেন এ পরিচালক। এর পর একাধিকবার দুজনকে নিয়ে গুঞ্জন শোনা গেলেও সত্যতা পাওয়া যায়নি। এখন ‘জেমস’ নামের সিনেমার আবারো গুঞ্জন উঠেছে।

একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী,  ‘জেমস’ আগামী বছর ঈদুল ফিতরের জন্য নির্মাণ করার কথা রয়েছে মালেক আফসারীর। এরই মধ্যে বিষয়টি চূড়ান্ত হয়েছে। সিনেমাটি প্রযোজনা করছেন মুশফিকুর রহমান মঞ্জু। চিত্রনাট্য লিখেছেন চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু।

নাম প্রকাশে অনিচ্ছুক সিনেমা সংশ্লিষ্ট একজন বলেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম এন্ট্রি হয়েছে। এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে। শাকিব খানের সঙ্গে মৌখিকভাবে আলাপ হয়েছে। শিগগির বিষয়টি সবাইকে জানানো হবে।

বর্তমানে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’-এর শুটিংয়ের জন্য ভারতে অবস্থান করছেন শাকিব খান। অন্যদিকে পরিচালক মালেক আফসারী বিষয়টি অস্বীকার করেছেন।

এর আগে ঠেকাও মাস্তান, হিরা চুনি পান্না, মনের জ্বালা ও ফুল অ্যান্ড ফাইনাল সিনেমায়ও কাজ করেন মালেক আফসারী ও শাকিব খান। মাঝে একাধিকবার ‘পাসওয়ার্ড টু’ সিনেমারও গুঞ্জন শোন যায়।


মন্তব্য করুন