Select Page

ফ্রান্সে পুরস্কৃত আন্ডার কনস্ট্রাকশন

ফ্রান্সে পুরস্কৃত আন্ডার কনস্ট্রাকশন

Rubaiyat hossain receives award in vesl international asian film festival at franceফ্রান্সে অনুষ্ঠি ভেসল আন্তর্জাতিক এশীয় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র আন্ডার কনস্ট্রাকশন জিতে নিয়েছে তিন তিনটি পুরস্কার। ৩রা ফেব্রুয়ারী তারিখ থেকে শুরু হওয়া এ উৎসবের সমাপনী দিনে পুরস্কার ঘোষনা করা হয়। আন্ডার কনস্ট্রাকশন পরিচালক রুবাইয়াত হোসেন পুরস্কার গ্রহণ করেন।

এ চলচ্চিত্র উৎসবের মাধ্যমে আন্ডার কনস্ট্রাকশনের ফরাসী প্রিমিয়ার হল। এছাড়া মূল প্রতিযোগিতার বিভাগে মনোনীত ৯টি ফিচার ফিল্মের একটি নির্বাচিত হয় মেহেরজান পরিচালকের দ্বিতীয় চলচ্চিত্র। সাথে যোগ হল – ইন্টারন্যাশনাল জুরি অ্যাওয়ার্ড, এমিলি গুইমেট অ্যাওয়ার্ড এবং স্পেশাল মেনশন ক্রিটিক অ্যাওয়ার্ড – এই তিন ক্যাটাগরীতে পুরস্কার।

বুধবার জমকালো সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হওয়া এ উৎসবের পুরস্কার বিতরণ করা হয়। এ সময় পরিচালকের সাথে ছবির প্রধান চরিত্রের অভিনেত্রী শাহানা গোস্বামী উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলামেইল


মন্তব্য করুন