Select Page

বইমেলায় কাজী হায়াতের আত্মজীবনী ‘একজন সিনেমাওয়ালা’

বইমেলায় কাজী হায়াতের আত্মজীবনী ‘একজন সিনেমাওয়ালা’

ঢাকার অন্যতম নির্মাতা কাজী হায়াতের সিনেমার গল্প নিসন্দেহে দর্শকদের খুবই টানে। তার সেই অভিজ্ঞতাও বৈচিত্র্যময়; ইতোমধ্যে বিভিন্ন সাক্ষাৎকারে জানা গেছে। এবার আত্মজীবনীমূলক বই করছেন এই চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক এবং অভিনয়শিল্পী।

‘একজন সিনেমাওয়ালা’ বইয়ে কাজী হায়াত তার সমগ্র জীবনের ভ্রমণ তুলে ধরেছেন। বললেন, ‘যতটা মনে পড়েছে, জীবনের সেই উল্লেখযোগ্য ঘটনাগুলো বইয়ে তুলে ধরেছি।’

কাজী হায়াতের বইটি প্রকাশটি করছে কিংবদন্তী পাবলিকেশন। ৯৬ পৃষ্টার ‘একজন সিনেমাওয়ালা’র দাম ৪০০ টাকা। একুশে বইমেলায় পাওয়া যাবে নির্ধারিত কমিশনে।

সংবাদমাধ্যমকে ‘আম্মাজান’ নির্মাতা জানান, এখনো মেলায় যাননি, দু–এক দিনের মধ্যে যাবেন, পাঠকদের অনুভূতিও জানার চেষ্টা করবেন।

‘ঘুম’ নামে কাজী হায়াতের লেখা প্রথম কাব্যগ্রন্থ ২০১৫ সালে প্রকাশিত হয়। ‘একজন সিনেমাওয়ালা’ তার দ্বিতীয় বই।

কাজী হায়াতের সর্বশেষ সরকারের অনুদানের ‘জয় বাংলা’। দর্শকরা বলছেন, এই ছবিতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি।


মন্তব্য করুন