Select Page

বঙ্গবন্ধুর বায়োপিকে বিদেশি পরিচালক নিয়ে অনিমেষ আইচের আক্ষেপ

বঙ্গবন্ধুর বায়োপিকে বিদেশি পরিচালক নিয়ে অনিমেষ আইচের আক্ষেপ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নির্মাণ করছেন বিখ্যাত ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল। ইতিমধ্যে মুম্বাইয়ের স্টুডিওতে শত কোটি টাকা বাজেটের এ সিনেমার শুটিংয়ের বড় একটি অংশ সম্পন্ন হয়েছে।

শুরু থেকেই এমন প্রশ্ন উঠেছে, এ ছবির নির্মাণের জন্য দেশের নির্মাতাদের কি সুযোগ দেওয়া যেতো না? যেহেতু এর সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে। সেই একই প্রশ্ন সম্প্রতি তুললেন নির্মাতা অনিমেষ আইচ

এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “শ্যাম বেনেগাল, নিঃসন্দেহে একজন অত্যন্ত গুনী নির্মাতা। কোন প্রশ্নই আসে না তাৱ সম্পর্কে কথা বলাৱ, বিশেষত আমাৱ মতো একজন মূর্খেৱ মুখে! তিনি বাৱংবাৱ ভাৱতেৱ জাতীয় চলচ্চিত্র পুৱস্কাৱ জিতেছেন। নিশান্ত, অঙ্কুৱ, মন্থনেৱ মতো অবিস্মৱণীয় চলচ্চিত্র তিনি নির্মাণ কৱেছেন।

এবাৱ আসি মূল প্রসঙ্গে, বঙ্গবন্ধু শেখ মুজিবৱ ৱহমান; জাতিৱ জনকেৱ বায়োপিক নির্মাণ কৱবেন তিনি এবং সেটা নির্মিত হবে সম্পূর্ণ ভিন্ন ভূমিতে, এটা মেনে নিতে ভীষণ কষ্ট হয়। সিনেমা এতো নকল কোন বিষয় না, যা সম্পূর্ণ অনভিজ্ঞ (এই দেশ সম্পর্কে) একদল মানুষ নির্মাণ কৱবেন। যাৱা কোনদিন এই বাংলাৱ জলকাদায় হাঁটেন নাই, যাৱা দেখেন নাই পাল তোলা নৌকা, স্বচ্ছ বিলেৱ জলে শাপলা ফুলেৱ তলায় কিলবিল কৱা লতা গুল্ম আৱ জ্যান্তা মাছ। আৱো কত কত উপমা হয়তো হাজিৱ কৱা যেতো, কিন্তু তা অবান্তৱ! সিনেমা দু’একটা বানালেও আমৱা দৃশ্যকল্প নিয়ে নাড়াচাড়া কৱি,অল্প কিছু বছৱ যাবত; তাই হয়তো ভাবি বঙ্গবন্ধুকে নিয়ে এই সিনেমা বানাতে আমাদেৱ দিলে (নিশ্চই আমাকে না) আমৱা কাঁদতে কাঁদতে (অভাব), ভালোবাসতেবাসতে বানাতাম।

আমার দুর্ভাগ্য আমাদেৱ জাতিৱ জনকেৱ গল্পেৱ অংশীদাৱ হতে পাৱলাম না। যে সব তাবেদাৱ এই সব বিপদগামী বুদ্ধি দেন, তাৱা কখনোই দুঃসময়ে পাশে থাকবেন না।

(পিপলুৱ নির্মিত Hasina The daughter’s Tell পূনরায় দেখতে গিয়ে মনে পড়লো)

ওৱা মুসলমান বলতেই বোঝে, গলায় একটা তাবিজ,মাথায় টুপি।  হিন্দু মানেই ধুতি! আমাকে এবং আমাদেৱ যদি বলা হয় ৱাজস্থান নিয়ে ছবি বানাতে, হয়তো আমৱা সবাইকে পাগড়ী পৱিয়ে ছাড়বো।

যে দেশেৱ যে ভাও; তা কি অন্য কেউ ধৱতে পাৱে?

আমাদেৱ নাসিৱ ঊদ্দিন ইউসুফ বাচ্চু, মোৱশেদুল ইসলাম, তানভীৱ মোকাম্মেল, (নুরুল আলম) আতিক, অমিতাভ (রেজা চৌধুরী), (গিয়াস উদ্দিন) সেলিম, (মোস্তফা সরয়ার) ফাৱুকী এবং সবাই তো মেধাশূন্য না নিশ্চয়!

বিনীত

অনিমেষ আইচ

ধানমন্ডি।”

‘বঙ্গবন্ধু’ বায়োপিকে নাম ভূমিকায় আছেন আরিফিন শুভ। আর আছেন চঞ্চল চৌধুরী, রিয়াজ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামানসহ ঢাকার একঝাঁক নামি অভিনয়শিল্পী।


মন্তব্য করুন