Select Page

বঙ্গভবনে ‘আয়নাবাজি’

বঙ্গভবনে ‘আয়নাবাজি’

অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় প্রথম ছবি ‘আয়নাবাজি’। মুক্তির পর দর্শক হৃদয় জয় করেছে। শনিবার সন্ধ্যায় ‘আয়নাবাজি’ টিম আমন্ত্রণ পায় বঙ্গভবনে। রাষ্ট্রপতি তার নিজ বাসভবনে পরিবার ও সহকর্মীদের সঙ্গে উপভোগ করেন এই ছবিটি।

প্রত্যাশিতভাবে আয়নাবাজি জয় করে নিয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের হৃদয়। এমনটিই জানিয়েছে ছবির প্রযোজনা সংস্থা।

পরিচালক আমিতাভ রেজা চৌধুরী বলেন, এ ছবির অনেক কিছুই প্রথমবার হয়েছে, সেরকমভাবে বঙ্গভবনে সিনেমা প্রদর্শন এই প্রথম। মহামান্য রাষ্ট্রপতির পরিবার আগ্রহ প্রকাশ করায় আমরা এই প্রদর্শনীর ব্যবস্থা করি। একসঙ্গে বসে সিনেমাটা তার পরিবার দেখে বিনোদিত হওয়ায় আমি আর আমার দল খুবই আনন্দিত। বঙ্গভবনে সিনেমাটি প্রদর্শনে সহযোগিতা করে জাজ মাল্টিমিডিয়া।


মন্তব্য করুন