Select Page

বছরটা রায়হান রাফীর, শুটিং ফ্লোরে সিয়াম-বুবলিকে নিয়ে ‘টান’

বছরটা রায়হান রাফীর, শুটিং ফ্লোরে সিয়াম-বুবলিকে নিয়ে ‘টান’

বড়পর্দা বা ওয়েব দুই মাধ্যমেই সমানতালে ব্যস্ত রায়হান রাফী। করোনার কারণে গত দুই বছরে নতুন কোনো ছবি মুক্তি না পেলেও নিয়মিত ছিলেন ডিজিটাল মাধ্যমে। গত বছরের শেষ থেকে শুটিং করছেন নতুন ওয়েব ফিল্মের আর ফেব্রুয়ারি-মার্চে মুক্তি পাচ্ছে দুই ছবি। সব মিলিয়ে পুরো বছরে দেখা যাবে রাফী পরপর নানার স্বাদের কাজ।

গত অক্টোবরে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় রায়হান রাফী ‘খাঁচার ভিতর অচিন পাখি’। বেশ আলোচিত সেই ছবির পর এবার এই প্ল্যাটফর্মের জন্য করছেন ‘টান’। এতে তারকা তালিকায় থাকছে বড় চমক। রাফীর হাত ধরে চলচ্চিত্রে আসা সিয়াম আহমেদের সঙ্গে প্রথমবার অভিনয় করছেন শবনম বুবলি

রাজধানীতে শুটিং চলতি এ ওয়েব ফিল্ম নিয়ে প্রথম আলোকে বুবলি বলেন, ‘ছবির গল্প, পরিচালক ও সহশিল্পী দেখেই কাজটি করছি। যখন কাজটির জন্য প্রস্তাব পেলাম, সবকিছু জানার পর দেখলাম ভালো কাজের একটি ফুল প্যাকেজ এই প্রজেক্ট। রাফী ভাই এ সময়ের একজন পরীক্ষিত পরিচালক। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভালো ভালো কাজ দিচ্ছেন দর্শকদের।’

‘টান’–এর গল্প প্রসঙ্গে রাফী জানান, ভালোবাসার টানই মূলত ছবির গল্প। তবে এই ‘টান’-এর মধ্যে অনেক কিছুই লুকিয়ে আছে। সেসব দেখতে হলে অবশ্যই হলে গিয়ে ছবিটি দেখতে হবে।

১০ জানুয়ারি পর্যন্ত চলবে এর শুটিং। ‘টান’-এ আরও অভিনয় করছেন নীলাঞ্জনা নীলা, সোহেল মণ্ডল প্রমুখ।

এ দিকে সম্প্রতি রাফী জানান, ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ‘পরাণ’। এ ছবিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ ও ইয়াশ রোহান। ইতিমধ্যে ছবির টিজার দর্শকদের মধ্যে সাড়া পেয়েছে। এ ছাড়া মার্চে আসছে ব্যতিক্রমধর্মী ছবি ‘দামাল’। স্বাধীন বাংলা ফুটবল টিম নিয়ে নির্মিত এ ছবিতে আছেন মিম, রাজ, সিয়ামসহ অনেকে।

সম্প্রতি আলোচিত ওয়েব ফিল্ম ‘জানোয়ার’-এর সিক্যুয়েলের ঘোষণা দিয়েছেন রাফী। এতে থাকছেন তমা মির্জা। এ ছাড়া জাজ মাল্টিমিডিয়ায় নির্মাতার কামব্যাক সিনেমা ‘রাস্তা’য় থাকছেন সিয়াম আহমেদ।

রাফীর ঝুলিতে থাকা আরেকটি আলোচিত ছবি ‘নূর’। আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীর এ ছবির শুটিং প্রায় শেষ।


মন্তব্য করুন