Select Page

‘বন্ধন’ নিয়ে মাঠে অনন্য মামুন

‘বন্ধন’ নিয়ে মাঠে অনন্য মামুন

‘আমি তোমার হতে চাই’ মুক্তির পরপর অনন্য মামুন শুরু করেছেন নতুন সিনেমা ‘বন্ধন’র চিত্রায়ন। লাইভ টেকনোলোজিসের ব্যানারে নির্মাণ করা হচ্ছে সিনেমাটি। এর মাধ্যমে বড়পর্দায় নাম লেখালেন ছোটপর্দার অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

৩০ ডিসেম্বর পুরান ঢাকার সদরঘাটে সিনেমাটির শুটিং শুরু হয়। সেখানে ‘কী জানি কী, মন করে পাগলামি’ শিরোনামে গানটির দৃশ্যধারণ হয়।

২ জানুয়ারি থেকে দৃশ্যধারণ হবে বান্দরবানের বিভিন্ন লোকেশনে।

রোমান্স, রোমাঞ্চ, বন্ধুত্ব আর তারুণ্যে উদ্দীপ্ত গল্পে সাজানো পাঁচ বন্ধুকে কেন্দ্র করে বন্ধন সিনেমার কাহিনী।

এখানে তিন জুটি অভিনয় দেখা যাবে। জুটি হিসেবে শিপন মিত্রের সঙ্গে দেখা যাবে এমিয়া এমি’কে। আরো দুই জুটি হিসেবে রয়েছেন সাঞ্জু জন ও স্পর্শিয়া, ফেয়ার এন্ড লাভলী মেন হ্যান্ডসাম’র তানভীর ও কলকাতার মেয়ে মৌমিতা।

অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ডন, ইভার সাইর, মিশা সওদাগর প্রমুখ।

পরিচালক জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবসে মুক্তি পাবে ‘বন্ধন’।


মন্তব্য করুন