Select Page

‘ববিকে স্টেজে ডাকার অনুমতি আপনাকে কে দিয়েছে?’ জয়কে বলেছিল আয়োজকেরা

‘ববিকে স্টেজে ডাকার অনুমতি আপনাকে কে দিয়েছে?’ জয়কে বলেছিল আয়োজকেরা

‘ভারত–বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডসের’ প্রথমবার সঞ্চালনা করে সমালোচিত হয়েছেন শাহরিয়ার নাজিম জয়। এই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পরিচালক ইফতেখার চৌধুরী। সেখানে ববি ও শাকিব খান প্রসঙ্গে জয়ের ওপর ঝাল ঝাড়েন তিনি।

সারাবাংলা ডট নেটকে দেওয়া সাক্ষাৎকারে এর উত্তর দেন জয়। সেখানে জানান গঠনমূলক সমালোচনা হলে ভেবে দেখবেন।

জয় জানিয়েছেন, আলোচনা–সমালোচনা যাই হোক, আয়োজক কতৃপক্ষ জয়ের উপস্থাপনায় খুশি। তাই জয় সামনে এরকম আরও বড় আয়োজন উপস্থাপন করতে চান। শুধু তাই নয়, বাংলাদেশে প্রথমবারের অনুষ্ঠিত কোনো অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে জয় সন্তুষ্ট।

ইফতেখারের অভিযোগের জবাবে বলেন, ‘কাজের নেপথ্যে অনেক কিছু থাকে। সেসব কিছু মানুষ জানে না। না জেনে অনেক কথা বলেন। নির্মাতা ইফতেখার চৌধুরী অভিযোগ করেছেন, আমি কেনো নায়িকা ববিকে স্টেজে ডাকিনি? আসলে দেশের কোনও নায়িকাকে স্টেজে ডাকতে আমার আপত্তি থাকার কথা নয়। কিন্তু আমার কাছে স্টেজে ডাকার জন্য যেসব শিল্পীদের নামের তালিকা দেওয়া হয়েছিল, সেখানে ববির নাম ছিল না। তালিকায় ববি না থাকার কারণ সম্পর্কে আমি জানতে চাই। আয়োজকরা তখন আমাকে বলেছেন, ববি অনুষ্ঠানে এসে পৌঁছাননি। তালিকায় শাকিব খানের নাম ছিল। আমাকে মঞ্চের পেছন থেকে বলা হলো, শাকিব খান পথে। আসলেই স্টেজে উঠে যাবে। আমি যেন অনুষ্ঠান চালিয়ে যাই। তিনি পথে থাকলেও তার নাম বলার জন্য চাপ ছিল। শাকিব ছাড়া অনুষ্ঠান অসম্পূর্ণ।’

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে যখন আমি সুযোগ পেয়েছি তখন ঠিকই ববিকে ডেকে স্টেজে উঠিয়েছি। পরে আমাকে ব্যাক স্টেজ থেকে বলা হয়েছে, ‘ববিকে স্টেজে ডাকার অনুমতি আপনাকে কে দিয়েছে?’ আমি তাদের সাথে এটা নিয়ে তর্ক বিতর্ক করেছি। অথচ যার জন্য এত কিছু করলাম, তার লোকজন আমাকে উল্টাপাল্টা কথা বলছেন। এটা অপ্রত্যাশিত।’

নিজের উপস্থাপনা নিয়ে সমালোচনার জবাবে জয় সারাবাংলাকে বলেন, ‘অনুষ্ঠানটি শুরু হওয়ার পর স্টেজে অতিথিদের আলোচনার কারণে দর্শকদের একঘেয়েমি লেগে গিয়েছিল। অনুষ্ঠানের কথাই তো ছিল মীর ও আমি একঘেয়েমিতা কাটাতে আনন্দ দেব। আপনি ভারতের অনুষ্ঠানগুলো দেখেন, সেখানে উপস্থাপন যথেষ্ট রকমের মজা করেন। সেই মজাতে মানুষ বিনোদিত হয়।’

অনেকে প্রতিহিংসাপরায়ণ হয়ে উপস্থাপনার সমালোচনা করছেন বলে মনে করেন জয়। অনুষ্ঠানটির ভারতীয় পক্ষ নিয়ে জয় বলেন, ’মীর খুব ভালো উপস্থাপক। কিন্তু ওনার স্ক্রিপ্ট ভারত থেকে লিখে নিয়ে আসা হয়েছে। আমাদের কোনো স্ক্রিপ্ট দেওয়া হয়নি। আমাকে শুধু একটি এজেন্ডা দেওয়া হয়েছে। বলা হয়েছে, দুই বাংলার তারকাদের সম্মেলন ঘটাতে হবে এবং টিএম ফিল্মসের গুনগান করানো। এই অনুষ্ঠানটি ভারতীয়দের সাথে যুদ্ধ করে করতে হয়েছে। ওদের স্ক্রিপ্ট রাইটার আমার সাথে কথাও বলেননি।’

আনজাম মাসুদ ও দেবাশীষ বিশ্বাসের স্ট্যাটাস নিয়ে বলেন, ‘আনজাম মাসুদের উচিত ছিল হানিফ সংকেতের সাথে প্রতিযোগিতা করা। তা না করে তিনি আমার সমালোচনা করে প্রতিযোগিতা করছেন। তার এমন অবনমন হতাশাজনক।’


মন্তব্য করুন