Select Page

ববির সঙ্গে সারারাত পার্টি (ভিডিও)

ববির সঙ্গে সারারাত পার্টি (ভিডিও)

সারারাত পার্টির দাওয়াত দিলেন নায়িকা ববি। সাথে থাকছেন তার নায়ক রণবীর। নতুন ভিডিওতে এমনটা দেখা গেল।

বিজলি’ সিনেমার প্রথম গান হিসেবে প্রকাশ হলো ‘পার্টি পার্টি পার্টি’। ইফতেখার আহমেদের পরিচালনায় ও ববির প্রতিষ্ঠান ববস্টার ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।

পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে রোববার সন্ধ্যায়। আশা করা হচ্ছে, বড়দিন ও থার্টিফার্স্টের পার্টি মাতাবে গানটি।

সারারাত পার্টির কথা বলা হলেও গানের দুই তৃতীয়াংশ ধারণ করা হয়েছে দিনের বেলায়। আর একটুখানির জন্য পাওয়া গেল রাতের আবহ!

‘পার্টি পার্টি পার্টি’র কথা, সুর, সংগীত পরিচালক, কোরিওগ্রাফার ও লোকেশন সবই ভারতীয়। প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় সুর-সংগীত করার পাশাপাশি নন্দিনীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন আকাশ। গানের নতুনত্ব না থাকলেও শুনতে মন্দ না।

সব মিলিয়ে গান প্রকাশ করে সুপারহিরোইন সিনেমা ‘বিজলি’ জানিয়ে দিল শিগগিরই মুক্তি পাচ্ছে।


মন্তব্য করুন