Select Page

বলাকায় ‘সোহাগ’ ও ‘মানুষের মন’

বলাকায় ‘সোহাগ’ ও ‘মানুষের মন’

নায়করাজ রাজ্জাককে স্মরণ করে দুটি সাড়া জাগানো সিনেমার প্রদর্শনীর আয়োজন করেছে রাজধানীর বলাকা সিনেওয়ার্ল্ড। এছাড়া দুদিন বন্ধ থাকবে প্রেক্ষাগৃহটি।

মঙ্গলবার প্রদর্শিত হবে ‘সোহাগ’। এতে রাজ্জাকের পাশাপাশি অভিনয় করেছেন ববিতা, শাবানা ও বুলবুল আহমেদ। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটির পরিচালক সাইফুল আজম কাশেম।

পরদিন প্রদর্শিত হবে রাজ্জাক ও ববিতা অভিনীত ‘মানুষের মন’। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে মুক্তি পাওয়া প্রথম সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তফা মেহমুদ।

বলাকা সিনেওয়ার্ল্ড কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন সকাল সাড়ে ১০টা, দুপুর সাড়ে ১২টা, বেলা সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে ছবি দুটি।

এছাড়া ঈদের আগের দুদিন ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর রাজ্জাক স্মরণে বলাকা সিনেওয়ার্ল্ড বন্ধ রাখা হবে বলে জানানো হয়।

বলাকা ছাড়াও নায়করাজের আলোচিত সিনেমা প্র্রদর্শন করছে রাজধানীর মধুমিতা হল ও নারায়ণগঞ্জের গুলশান হল।


মন্তব্য করুন