Select Page

বলিউড সিনেমা থেকে লাভের ভাগ দিতে রাজি পরিবেশকরা

বলিউড সিনেমা থেকে লাভের ভাগ দিতে রাজি পরিবেশকরা

বাংলাদেশে মুক্তি পাওয়া বলিউডের সিনেমা থেকে ১০ শতাংশ লাভের ভাগ চেয়েছে শিল্পী সমিতি। সেই শর্ত মেনে নেয়ার আশ্বাস দিয়েছে প্রদর্শক ও পরিবেশক সমিতি। খবর চ্যানেল আই অনলাইন।

এর আগে গত ২৪ জানুয়ারি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ বলেছিলেন, সেই লভ্যাংশ ব্যয় হবে শিল্পীদের স্বার্থে।

সমিতির এমন শর্ত নিয়ে দিনব্যাপী সমালোচনা হলেও আপাতদৃষ্টিতে যেকোনো মূল্যে হিন্দি সিনেমা চান প্রদর্শকরা। তাই নিপুণের দাবিকে স্বাগত জানিয়েছে তারা।

প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাশ বলেন, আমদানিতে বলিউডের ছবি এলে যদি লাভ হয় সেই ক্ষেত্রে মানবিক দিক বিবেচনা করে আমরা ১০ শতাংশ দিতে রাজি আছি। আগে যারা শিল্পী সমিতিতে ছিল তারা অনেকেই বাধা দিয়েছিল। কিন্তু নিপুণ তার অবস্থান থেকে সাহসী বক্তব্য দিয়েছেন।

লভ্যাংশ দেয়ার নিয়ম নেই, তবে শিল্পী সমিতির পক্ষে যেহেতু দাবি তুলেছে এই দাবি অবশ্যই বিবেচনায় আনা হবে উল্লেখ করে প্রদর্শক সমিতির উপদেষ্টা বলেন, বলিউডের ছবি মুক্তির দরোজা উন্মুক্ত হলে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি অংশ আমরা শিল্পী সমিতিতে দেব। কারণ, অনেক শিল্পী ভালো নেই। তাদের কাজ কমে গেছে। শিল্পী সমিতি যেহেতু আমাদের হল টিকিয়ে রাখার বিষয় বিবেচনা করছে, আমরাও তাদের দিকটা দেখবো।

বাংলাদেশে ‘পাঠান’ আমদানি করে মুক্তি দিতে চাইছে ঢাকার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট-এর অনন্য মামুন। তিনি বলেন, শিল্পী সমিতি যে দাবি জানিয়েছে এতে আমার একা কিছু বলার নেই। এটা একার সিদ্ধান্ত নয়। সিনিয়র ও অভিভাবকরা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আমি মেনে নেব।

‘পাঠান’ বাংলাদেশে মুক্তিতে নীতিমালা জটিলতায় পড়েছে। সেই ক্ষেত্রে সকলের আলোচনার মাধ্যমে সুরাহাই একমাত্র সমাধান এনে দিতে পারে। এমনটাই মনে করেন মামুন।

এর আগে বলিউডের ছবি বাংলাদেশে মুক্তি প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সম্প্রতি গণমাধ্যমে বলেছেন, প্রদর্শক সমিতি সিনেমা হল বাঁচাতে মাসে একটি করে হিন্দি সিনেমা চায়। শিল্পী সমিতিসহ এফডিসির সকল সমিতি যদি চায় তবে এতে আমার কোনো কোনো আপত্তি নেই।


মন্তব্য করুন