Select Page

‘বসগিরি’র গল্প ও নামকরণে আজিজের ভূমিকা

‘বসগিরি’র গল্প ও নামকরণে আজিজের ভূমিকা

bossgiri-abdul-aziz

শাকিব খানেরবসগিরি’র সঙ্গে একইদিন মুক্তি পাবে জাজ মাল্টিমিডিয়ার ‘রক্ত’ পাচ্ছে। এ নিয়ে শামীম আহমেদ রনি ও আব্দুল আজিজের মধ্যে চ্যালেঞ্জ দেওয়া-নেওয়া ইতোমধ্যে হয়ে গেছে। আর কিছু?

‘বসগিরি’র নায়িকা শবনম বুবলির সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হয় শনিবার। সেখানে উপস্থিত ছিলেন জাজের কর্ণধার।

এরপর ফেসবুকে এক স্ট্যাটাসে আজিজের প্রশংসা করেন রনি। এক পর্যায়ে লেখেন, “তিনি এসেছিলেন খান ফিল্মসের ‘বসগিরি’র অনুষ্ঠানে। শুধু আসেননি, বক্তব্যও রেখেছেন। যেটুকু কথা বলেছেন মন্ত্রমুগ্ধের মতো আমি শুনেছি। ‘বসগিরি’কে তিনি বলেছেন ‘আমার শত্রুর ছবি’। কারণ কোরবানি ঈদে তার প্রযোজিত ‘রক্ত’ মুক্তি পাবে। দ্বিধাহীন কন্ঠে বলেছেন, ‘শত্রু ছবিকে আমি সহযোগিতা করছি কারণ লড়াই শক্তিশালী শত্রুর সাথে হওয়া উচিত।”

রনি আরো লেখেন, “বসগিরি’ একটি ভালো গল্পের ছবি হবে এই কথাটি তিনি বলেছেন। বলতে পেরেছেন এই কারণে যে, ‘বসগিরি’র গল্প/লাইন-আপসহ চিত্রনাট্য পর্যন্ত তিনি সরাসরি জড়িত ছিলেন। এমনকি ছবির নামকরণেও তার ভূমিকা রয়েছে। আমরা যখন ‘বসগিরি’ নামটি কীভাবে গল্পের সাথে যায় এটা ভাবতে ভাবতে হিমশিম খাচ্ছিলাম, তখন তিনি কয়েক সেকেন্ড ভেবেই সমস্যার সমাধান করে দিয়েছিলেন।”

প্রযোজক টপি খানের প্রথম সিনেমা ‘ওয়ানিং’-এ অভিনয় করেন মাহি। ওইসময় সিনেমাটির অ্যালবাম প্রকাশনা উৎসবে বক্তৃতা করেছিলেন আব্দুল আজিজ। জানিয়েছিলেন, জাজের লক্ষ্য কলকাতার বাজার দখল করা।


মন্তব্য করুন