Select Page

বসের জন্য ফারিয়ার প্রস্তুতি

বসের জন্য ফারিয়ার প্রস্তুতি

নুসরাত ফারিয়া সম্প্রতি শেষ করলেন ‘ধ্যাৎতেরিকি’। হাতের সব ব্যস্ততা জিতের বিপরীতে অভিনীত ‘বস টু’ নিয়ে। এ ছবির জন্য বর্তমানে রয়েছেন থাইল্যান্ড। এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘চুলের রং পরিবর্তন করাতে এসেছি। সামনে বস ছবির দ্বিতীয় কিস্তি বস ২-এর শুটিং শুরু হবে। ছবিতে আমার চুলের স্টাইল যেমন থাকবে, তেমনটাই করা হচ্ছে।’

‘বস টু’র শুটিং নিয়ে বলেন, ‘৭ মার্চ থাইল্যান্ডে ছবিটির শুটিং শুরু হবে। আমি এখান থেকে ২ মার্চ বাংলাদেশে যাব, ৬ মার্চ আবার থাইল্যান্ডে ফিরব। টানা ২২ দিন শুটিং হবে এখানে। তারপর পর্যায়ক্রমে কলকাতা ও বাংলাদেশে শুটিং হবে।’

এর আগে তো যৌথ প্রযোজনার ছবিতে আপনি কলকাতার নায়িকার সঙ্গে অভিনয় করেছেন। বাংলাদেশের কোনো নায়িকার সঙ্গে এভাবে কাজ করবেন? এমন প্রশ্নে নুসরাত ফারিয়া বলেন, ‘যদি প্রযোজক–পরিচালক মনে করেন, এক নায়কের দুই নায়িকা হিসেবে আমার সঙ্গে আমাদের দেশের আরেকজন নায়িকা অভিনয় করলে ছবিটি ভালো হবে, তাহলে আমার কোনো সমস্যা নেই। তবে তাঁদের মাথায় রাখতে হবে, এর আগে আমি কাজ করেছি রিয়া সেনের সঙ্গে। এখন করছি শুভশ্রীর সঙ্গে। সেই দিকটা বিবেচনা করে এমন নায়িকাদের সঙ্গেই কাজ করতে চাই। দেখা গেল আমি দশ, আরেকজন মাইনাস টু—এমন নায়িকার সঙ্গে কাজ করার আগে আমাকে ভাবতে হবে।’


মন্তব্য করুন