Select Page

‘বস টু’ সেটে জিৎ আহত (ভিডিও)

‘বস টু’ সেটে জিৎ আহত (ভিডিও)

বস টু সেটে জিৎ আহত ভিডিও

‘বস টু’র চিত্রায়নে থাইল্যান্ডে শুক্রবার একটি চেজ সিকোয়েন্সে শুটিংয়ের সময় আহত হয়েছেন জিৎ। পুরো বিষয়টি উঠে এসেছে ৬ সেকেন্ডের একটি ভিডিওতে।

সাধারণত এমন সব দৃশ্যের জন্য স্টান্টম্যান ব্যবহার করা হয়। কিন্তু, জিৎ স্টান্টম্যান দিয়ে অ্যাকশন দৃশ্যের শুটিং বিরোধী। তাই নিজেই স্টান্ট দিয়েছিলেন। চিত্রনাট্য মেনে গাড়ি ছুটতে শুরু করেছিল। কিন্তু, গোলমাল বাধে গাড়িটি যখন জিতকে এড়িয়ে বাঁক নিতে যায়। এই সময়েই গাড়ির পেছনের অংশ দৌড়তে থাকা জিতের কোমরের ডান অংশের নিচে গিয়ে আঘাত করে। কিছুটা শূন্যে উঠে ঘটনাস্থলেই আছাড় খেয়ে পড়েন জিৎ।

বস টু সেটে জিৎ আহত ভিডিও

পরে জিৎ নিজেই সকলকে আশ্বস্ত করেন এবং সকলেরই বারণ উপেক্ষা করেই শুটিং শেষ করেন। ওই সময় তিনি এ দুর্ঘটনায় কোমর ও পায়ে চোট পান।

‘বস টু’ যৌথভাবে প্রযোজনা করছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রতিষ্ঠান গ্রাসরুট এন্টারটেইনমেন্ট। পরিচালনা করছেন বাবা যাদব। জিতের বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও শুভশ্রী গাঙ্গুলি। সিনেমাটি মুক্তি পাবে ঈদুল ফিতরে।


মন্তব্য করুন