Select Page

বাঁধনকে ছাড়াই হচ্ছে ‘দহন’!

বাঁধনকে ছাড়াই হচ্ছে ‘দহন’!

‘দহন’-এর জন্য কিছুদিন আগে আজমেরী হক বাঁধনের নাম ঘোষণা করে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। কিন্তু মঙ্গলবার সকালে জানা গেল, সিনেমাটিতে থাকছেন না তিনি। জাজ ও বাঁধনের শিডিউল জটিলতা তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফেসবুকে এক ঘোষণায় সিনেমাটির শিডিউলের ফিরিস্তি দেওয়া হয় এভাবে, “দহনে’র শুটিং শুরু হওয়ার কথা ছিল ১০ মে থেকে। সেই অনুযায়ী আমরা সব শিল্পী ও কলাকুশলীর জন্য ১০ মে থেকে ৫ জুন পর্যন্ত শিডিউল নিয়েছিলাম। কিন্তু আমরা অনুমতি পেয়েছি গত বৃহস্পতিবার (১৭ মে)। ফলে আমাদের শুটিং পেছাতে হয়। এখন শুটিং চলবে জুনের ২০ তারিখ পর্যন্ত, টানা। শুধু ঈদের দিন শুটিং বন্ধ থাকবে।”

বাঁধনের বাদ পড়ার কারণ— “কিন্তু ৫ জুনের পরে বাঁধনের ব্যক্তিগত কাজ আছে বিধায়, দহন সিনেমাটি করতে পারছেন না। যদিও বাঁধন ‘দহন’ সিনেমাটির জন্য নিজেকে তৈরি করেছেন, মোটর সাইকেল চালানো শিখেছেন। সর্বোপরি আমাদের সবাই জাজের সঙ্গে পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়েছিল। যা এখনও আছে। বাঁধনের জন্য রইল জাজ পরিবারের পক্ষ থেকে শুভ কামনা।”

৩০ এপ্রিল জমকালো মহরতের মধ্যে দিয়ে রায়হান রাফি পরিচালিত ‘দহন’ ছবির জন্য বাঁধনকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে মন্ত্রীসহ শোবিজ অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। ছিলেন ছবিটির অন্য দুই তারকা সিয়াম ও পূজা।


মন্তব্য করুন