Select Page

বাকি থাকল গান

বাকি থাকল গান

‘ভালো থেকো’র শুটিং প্রায় শেষ। আর মাত্র তিনদিনের শুটিং করলে সিনেমার ক্যামেরা ক্লোজ করা হবে। এমনটা বলছিলেন সিনেমাটির নায়িকা তানহা তাসনিয়া।

সম্প্রতি গুলশানের পুলিশ প্লাজা মার্কেটের সামনে চিত্রনায়ক আরেফিন শুভর সঙ্গে দেখা তার। এ সময় তানহার হাতে উপহার তুলে দেন শুভ। তবে এটা বাস্তবের কোনো ঘটনা নয়। ‘ভালো থেকো’ শিরোনামের সিনেমায় এমন দৃশ্য দেখা যাবে।

এ প্রসঙ্গে তানহা রাইজিংবিডিকে বলেন, “গত ৬ মার্চ পুলিশ প্লাজায় ‘ভালো থেকো’ সিনেমার শুটিং করেছি। এতে আমার জন্মদিন উপলক্ষে আরেফিন শুভ উপহার দিচ্ছেন এমন দৃশ্যের শুটিং করেছি।’

এরপর থাকছে গানের শুটিং। দুটি গানের চিত্রায়নে শিগগিরই নেপাল যাচ্ছে ‘ভালো থেকো’ ইউনিট।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজু নির্মাণ করছেন ‘ভালো থেকো’। এছাড়াও এতে আরো অভিনয় করছেন-আসিফ ইমরোজ, কাজী হায়াৎ, রেবেকা, জ্যাকি আলমগীর, মঞ্জুর প্রমুখ।


মন্তব্য করুন