Select Page

বান্টি ভাইয়ের নতুন অভিজ্ঞতা

বান্টি ভাইয়ের নতুন অভিজ্ঞতা

মূল নাম হারুন রশিদ হলেও ‘মুসাফির’ সিনেমার জন্য সবাই তাকে বান্টি ভাই নামেই চিনেন। সম্প্রতি জনপ্রিয় এ অভিনেতা চুক্তিবদ্ধ হন শামীম আহমেদ রনির নতুন সিনেমা ‘ধ্যাৎতেরিকি’তে। এ প্রসঙ্গে জানালেন নতুন অভিজ্ঞতার কথা।

এর মাধ্যমে বর্তমান চলচ্চিত্রের দৈন্যদশার চিত্রও ফুটে উঠেছে। উঠে এসেছে শিল্পীদের প্রাপ্য সম্মান ও সম্মানি না পাওয়ার কথাও। আনন্দের বিষয় হলো— হারুন রশীদ সুসংবাদই দিলেন।

ফেসবুকে ‘ধ্যাৎতেরিকি’তে চুক্তিবদ্ধ হওয়ার ছবি শেয়ার করে লেখেন, ‘অনেক দিন ধইরা অভিনয় করি। শখে নয়। অনেকটা পেশা। কেউ মজুরী দেয়। কেউ দিবে বলেও দেয়না। কেউ কথা রাখে। কেউ রাখে না। আজকে আমার জন্য একটা ভালো লাগার দিন। চুক্তিবদ্ধ হয়েছি জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে। তাদের নতুন ছবি ধ্যাততেরিকি। এবং এর মধ্য দিয়ে আমি আজই প্রথম দেখলাম কিভাবে কোন প্রক্রিয়ায় একজন শিল্পী চলচ্চিত্রে সাইনিং মানি পায়।’

জাজ মাল্টিমিডিয়া ও নির্মাতা রনিকে ধন্যবাদ জানিয়েছে হারুন রশিদ আরো লেখেন, ‘সবার ভালবাসা চাই।’

‘ধ্যাৎতেরিকি’তে আরো অভিনয় করছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রোশান, ফারিন ও রজতাভ দত্ত। শিগগিরই শুটিং শুরু হবে।


মন্তব্য করুন